চর্চায় থাকতে ভালোবাসেন নুসরত জাহান। টলিপাড়ার এই স্পষ্টবক্তা নায়িকা জীবন বাঁচেন নিজের শর্তে। স্বল্প পোশাকে সোশ্যাল মিডিয়ায় ছবি বা ভিডিয়ো পোস্ট করে হামেশাই বিতর্ক উস্কে দেন নুসরত। কিন্তু তাতে থোড়াই কেয়ার! বৃহস্পতিবার সোশ্যাল মিডিয়ায় নতুন ভিডিয়ো পোস্ট করলেন নুসরত। সেখানে ফের একবার সুপার হট অবতারে ধরা দিলেন বসিরহাটের তৃণমূল সাংসদ।
‘পাঠান’ জ্বরে কাবু গোটা দেশ। নুসরতই বা বাদ যান কী করে! দীপিকার ‘বেশরম রং’ গানে মঞ্চ কাঁপালেন নুসরত। এক বিজ্ঞাপনী সংস্থার প্রচারের মুখ নুসরত। সেই সংস্থার এক অনুষ্ঠানেই মঞ্চে ডান্স পারফর্ম্যান্স করেন নুসরত। সেই অনুষ্ঠানের টুকরো ঝলকই ইনস্টায় পোস্ট করেছেন নায়িকা।
পরনে সাদা ঝালর লাগানো নীল রঙা গ্লিটারি করসেট টপ আর প্যান্ট। খোলা চুল আর গলায় স্টোনের কাজ করা চোকারে গ্ল্যামারাস লুকে নুসরত জাহান। স্টেজের জন্য মানানসই হেভি মেকআপেই ধরা দিয়েছেন অভিনেত্রী।
শুরুতে দেখা গেল মেক আপ করতে করতে খাওয়ায় মন নুসরতের। ডায়েট ভুলে কখনও ডালমুট তো কখনও স্যান্ডউইচে কামড় বসালেন। এরপর মঞ্চে উঠে শাহরুখ-দীপিকার হিট গানের তালে পা মেলালেন। দীপিকার হুক স্টেপ ম্যাচ করতে দেখা গেল এই টলি সুন্দরীকে।