পায়েল রাজপুত আরএক্স ১০০-এর ফেম তাঁর ছবি সোশ্যাল মিডিয়ায় ছড়িয়েছে ৷ তাঁর প্রতিটি ছবিই দুর্দান্ত গতিতে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে ৷
বি;কিনির ছবির পিঠখোলা অবতার বিশেষ ভাবে প্রভাব ফেলেছে সোশ্যাল মিডিয়ায় ৷
পায়েল তাঁর অভিনয় জীবন শুরু করেছে জনপ্রিয় ধারাবাহিক স্বপ্ন সে ভরে ন্যায়না ৷
বেশ কিছু টিভি শো গুস্তাক দিল, ইয়ে হ্যায় আশিকি এবং প্যায়ার তুনে কেয়া কিয়া ৷
২০১৭ সালে পঞ্জাবি ছবি চিন্না মেরেয়াতে অভিনয় করেছে ৷
২০১৮ সালে তেলুগু ছবি আরএক্স ১০০-এর মাধ্যমে ইন্ডাস্ট্রিতে পা রেখেছিলেন পায়েল ৷
তারপরেও পঞ্জাবি ছবিতে অভিনয় করেছেন পায়েল ৷
তবে তেলুগু ছবিতেও অভিনয় করতে দেখতে পাওয়া গিয়েছে পায়েল রাজপুতকে ৷
তাঁর নতুন কাজের তালিকায় আছে সীতা, আরডিএক্স লভ, ভেঙ্কি মামা এবং ডিস্কো রাজা ৷
বর্তমানে পায়েল রাজপুত তামিল ছবি অ্যাঞ্জেলে অভিনয় করছেন ৷
একের পর এক ছবিতে মোহময়ী বেসে ধরা দিয়েছেন অভিনেত্রী ৷