পার্টিতে বয়ফ্রেন্ডের সাথে থাকা ঘনিষ্ঠ সুম্পর্ক ফাঁস হলো জাহ্নবী, পরনে ছিল অতিরিক্ত ছোট পোশাক!

জাহ্নবী কাপুর নামটা অপরিচিত নয় বর্তমান প্রজন্মের কাছে। শ্রীদেবী কন্যা হিসেবে ছোট থেকেই পরিচিত সে। বনি কাপুর ও শ্রীদেবীর দৌলতে জাহ্নবী কাপুর ও তার বোন খুশি কাপুর যে ছোট থেকেই সেলেব কিড হিসেবে বড় হয়েছেন, তা আর আলাদাভাবে বলার অপেক্ষা রাখে না।

বর্তমানে বলিউড ইন্ডাস্ট্রির অন্যতম জনপ্রিয় তরুণ অভিনেত্রী জাহ্নবী কাপুর। প্রায়ই বিটাউনে তাকে নিয়ে চর্চা চলে। কোন না কোন কারণে চর্চায় থাকতে দেখা যায় তাকে। থেকে থেকেই পাপারাজিৎদের ক্যামেরায় ধরা দেন অভিনেত্রী। বর্তমানের অভিনেত্রী হিসেবে জাহ্নবী কাপুর নিজের সোশ্যাল মিডিয়ার পাতায় ভালোই অ্যাক্টিভ।

তিনি প্রায়ই নিজের একাধিক বোল্ড ছবি ও ভিডিও শেয়ার করে থাকেন নেটমাধ্যমে। তার অনুরাগীর সংখ্যা নেহাতই কম নয়। ক্যামেরার পাশাপাশি বাস্তবেও যে অভিনেত্রী বেশ সাহসী পোশাকেই দেখা দেন, তা আর বলার অপেক্ষা রাখে না। জাহ্নবী কাপুরের সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টে চোখ রাখলেই সেই ঝলক মিলবে।

এই মুহূর্তে অভিনেত্রী চর্চায় রয়েছেন সোশ্যাল মিডিয়ার পাতায় ভাইরাল হওয়া তার পার্টি লুকের কারণে। সেখানে ডিপ নেক লাইন কাটিং সাদা শর্ট ড্রেসে দেখা গিয়েছে জাহ্নবীকে। পাশাপাশি তার সাথে ছবিতে দেখা মিলেছে শিকড় পাহাড়িয়া, ওরহান, অনন্যা পান্ডে, খুশি কাপুরকেও।

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *