পরনে পাতলা কালো সিফন শাড়ী, স্লিভলেস ব্লাউজ, উঁকি দিচ্ছে শাড়ীর ফাঁক দিয়ে পাতলা পেট, উজ্জ্বল শরীরের বর্ণ, গ্ল্যামার যেনো ফেটে পড়ছে তাঁর, সঙ্গে খোলা চুল, ন্যু;ড মেক-আপে ক্যামেরার সামনে মারাত্নক পোজে আবারও ধরা দিলেন আপনার আমার সবার প্রিয় অভিনেত্রী পাখি ওরফে মধুমিতা সরকার।
দেখে বোঝাই যাচ্ছে ফটোসেশন চলছে তাঁর। প্রকৃতির দিকে তাকিয়ে পোজ দিচ্ছেন অভিনেত্রী। তবে কিছুদিন আগেও তিনি একটি ফটোশ্যুট সেশনের ভিডিও শেয়ার করেছিলেন তাঁর ইনস্টাগ্রাম প্রোফাইলে।
সেখানেও অসাধারণ লাস্যময়ী অবতারে নিজেকে মেলে ধরেছিন আমাদের সকলের প্রিয় চিনি। তাঁর এই নতুন ছবিটি প্রকাশ্যে আসা মাত্রই প্রচুর পছন্দের সংখ্যা হাতিয়েছে।
যদিও যত দিন বাড়ছে ততই উষ্ণতা ঝরে ঝরে পড়ছে মধুমিতা সরকারের। একের পর এক বোল্ড অবতারে সকলের সামনে ধরা দিচ্ছেন ছোটপর্দার পাখি। ছোট পর্দা দিয়ে শুরু করলেও বর্তমানে বড়পর্দা মাতিয়ে রেখেছেন মধুমিতা।
বড়পর্দায় প্রবেশ করতেই চমকপ্রদ পরিবর্তন ঘটেছে অভিনেত্রীর। সেই পুরনো পাখি বর্তমানে আরও বেশি উজ্জ্বল আরও বেশি বোল্ড। অন্যদিকে সোশ্যাল মিডিয়ার অন্যতম ক্ষেত্র হিসাবে ইনস্টাগ্রামেও জনপ্রিয়তার শীর্ষে আছেন তিনি।
বিনোদনের জগতের সঙ্গে যারা যুক্ত তারা সকলেই ইনস্টাগ্রামের সাহায্যে নিজেদের হট লুকস এর ছবি, ভিডিও শেয়ার করে থাকেন। তাদের মধ্যে একজন অভিনেত্রী মধুমিতা সরকারও।
‘সবিনয় নিবেদন’ টেলিসিরিয়াল দিয়ে অভিনয় জীবন শুরু হয়েছিল মধুমিতার। সালটা ২০১১। তারপর একে একে ‘বোঝে না সে বোঝে না’ ‘কুসুম দোলা’ ইত্যাদি ধারাবাহিকে অভিনয় করে খুব অল্প বয়সেই ইন্ডাস্ট্রিতে বেশ পাকাপোক্ত জায়গা করে নিয়েছেন মধুমিতা।
জিতে নেন একাধিক দর্শকের মন। তবে তাঁর উজ্জ্বল ক্যারিয়ার হলেও ব্যক্তিগত জীবন একদমই সুখকর নয়। ব্যক্তিগত জীবনে তিনি ডি;ভোর্সি।
উল্লেখ্য, মধুমিতা সরকারের প্রথম ছবি ছিল ‘লাভ আজ কাল পরশু’। প্রতীম ডি গুপ্তর নতুন ছবি ‘লাভ আজ কাল পরশু’-র ট্রেলার দাবি রেখেছিল এক নতুন প্রেমের গল্পের, বা বলা ভাল নতুন প্রজন্মের প্রেমের গল্পের।
তারপরেই গত বছরে মুক্তি পায়’ চিনি’। যেখানে দৃষ্টান্ত হয়েছিল মা মেয়ের সম্পর্কের কিছু বিরুপতা। এবার তৃতীয় ছবির কাজ শুরু করেছেন অভিনেত্রী মধুমিতা সরকার। ছবির নাম ‘ট্যাংরা ব্লুজ’। ট্যাংরা ব্লুজ’ ছবিতে পরমব্রত চট্টোপাধ্যায়ের সঙ্গে জুটি বাঁধছেন মধুমিতা সরকার।
Leave a Reply