একসময়ের টলিউড জগতের একজন সুপরিচিত জনপ্রিয় অভিনেত্রী হলেন শ্রীলেখা মিত্র। তাঁর অভিনয় দক্ষতা দিয়েই জয় করে নিয়েছেন সকলের মন। বাংলা ধারাবাহিক ‘তৃষ্ণা’ দিয়ে তার অভিনয় জীবনের উত্থান হয়।
এরপর বাসু চক্রবর্তীর ‘হটাৎ বৃষ্টি’ ছবিতে অভিনয় করার পর তিনি জনপ্রিয়তার তুঙ্গে পৌঁছান। আপাতত অভিনয় জগৎ থেকে বেশ খানিকটা দূরে রয়েছেন। তবে, মাঝে মধ্যে কোনো কোনো চরিত্রে অভিনয় করে দর্শদের প্রশংসা পান।
এখন তাকে অভিনয়ের চেয়েও বেশি সামাজিক নানান কাজকর্মে ভূমিকা নিতে দেখা যায়। তবে, তাঁর চেহারার কারণে মাঝে মধ্যেই নানান সমালোচনার সম্মুখীন হতে হয় তাঁকে।
তবে, তাতে একেবারেই চুপ থাকেন না অভিনেত্রী। নিজের মতোন করে জবাবও দেন। সোশ্যাল মিডিয়ায়ও ব্যাপক এক্টিভ শ্রীলেখা । মাঝে মধ্যেই ছবি ও ভিডিও পোস্ট করে তাক লাগিয়ে দেন নেটিজেনদের।
সম্প্রতি ফের একবার রিল ভিডিওতে নেটিজেনদের নজর কাড়লেন শ্রীলেখা। অভিনেত্রী নিজের ইনস্টাগ্রাম হ্যান্ডেলে শেয়ার করেছেন একটি ভিডিও।
যেখানে তাকে অনিল কাপুর, ঐশ্বর্য্য রাই, অক্ষয় খান্না অভিনীত সিনেমা ‘Taal’ র ‘Ramta jogi’ গানে নাচতে দেখা যাচ্ছে। শ্রীলেখার পরনে রয়েছে শাড়ি ও স্লিভলেস ব্লাউজ। ভিডিও শেয়ার করতেই একের পর এক কমেন্টের বন্যায় ভরিয়েছেন নেটিজেনরা।
কেউ লিখেছেন যে- ‘ড্রিম গার্ল’। কেউ আবার লিখেছেন যে- ‘আগুন’। আবার কেউ আগুন ও হার্টের ইমোজিতে ভরিয়েছেন কমেন্ট সেকশন। সবমিলিয়ে এই বয়সে এসেও শ্রীলেখার এই ভিডিও দেখে পুরুষ হৃদয়ে আগুন ধরেছে বৈকি।