অভিনেত্রী নার্গিস ফাখরি বলিউডে পা রেখেছিলেন ইমতিয়াজ আলীর সিনেমা ‘রকস্টার’ -এ রণবীর কাপুরের বিপরীতে। এই সিনেমা দিয়ে বলিউডে রাতারাতি জনপ্রিয় হয়ে উঠেছিলেন তিনি।
তবে যাত্রাটা এতটা সুখকর ছিল না অভিনেত্রীর। বলিউডে সুযোগ পাওয়ার জন্য তাকে অনেক বাধা অতিক্রম করতে হয়েছিল। সম্প্রতি এক সাক্ষাৎকারে অভিনেত্রী এমনটাই জানিয়েছেন।
সাক্ষাৎকারে নার্গিস জানান, তিনি খ্যাতির জন্য লোভী নন এবং তাই কখনো পরিচালকের যৌন চাহিদার কাছে নতি স্বীকার করেননি। কিন্তু তাকে অনেক বাঁধা পেরিয়ে বলিউডে কাজ শুরু করতে হয়েছিলো৷
অভিনেত্রী আরও জানান যে পরিচালকের অস্বাভাবিক ইচ্ছা পূরণে অস্বীকার করার কারণে তিনি অনেক সিনেমা হারিয়েছেন। সিনেমাগুলো করলে হয়তোবা বলিউডে আজ আরও বড় অবস্থানে থাকতে পারতেন তিনি।
তবে নৈতিকতা অক্ষুন্ন রাখতে গিয়ে সেসব সুযোগ হারাতে হয়েছে। যদিও এসব খ্যাতির জন্য বর্তমানে বিন্দুমাত্র বিচলিত নন তিনি। ৪১ বছর বয়সী এ অভিনেত্রী আরও জানান, মডেলিং জগতের তুলনায় তিনি
বলিউডের সিনেমায় কাজ করতে বেশি আগ্রহী। কারণ বিজ্ঞাপনের জন্য একজন নারী মডেলের শরীরটাকেই টার্গেট করা হয়। এসবকিছুই ব্যক্তিগত জীবনে তাকে অস্বস্তিকর করে তুলেছে।এর আগে একবার প্লেবয় ম্যাগাজিনের কলেজ সংস্করণে প্রস্তাব পেয়েছিলেন তিনি।
কিন্তু পরবর্তীতে তিনি সেই ম্যাগাজিনে কাজ করতে অস্বীকার করেন। কারণ সেখানে বিষয়টাই এমন ছিলো যা ভালো লাগেনি তার৷ বলিউডে খুব কমসংখ্যক সিনেমায় করলেও বেশ কিছু দারুন সিনেমায় অভিনয় করেছেন এ অভিনেত্রী। তার অভিনীত সিনেমাগুলোর মধ্যে রয়েছে মাদ্রাজ ক্যাফে, ম্যা তেরা হিরো, আজহার, হাউসফুল থ্রি, ওয়েডিংস এবং তোরবাজ। এসব সিনেমার চরিত্রগুলোকে বিশেষ পছন্দ তার৷