কিছু দিন আগেই করোনা পরিস্থিতি কাটিয়ে স্কুল-কলেজ খুলেছে। সোশ্যাল মিডিয়ার মাধ্যমে এখন বিভিন্ন স্কুল ড্রেস পরা অবস্থায় নাচের ও বিভিন্ন প্রতিভার ভিডিও সামনে আসছে হামেশাই।
এবার ইনস্টাগ্রামের মাধ্যমে ঠিক তেমনই একটি ভিডিও ভাইরাল হল। এই ভিডিওটি অনেক আগের কিন্তু ফের ভাইরাল হয়েছে নতুন করে।
রাস্তার মাঝে হাঁটতে হাঁটতেই দুর্দান্ত একটি ব্যাকফ্লিপ(Backflip) দিল মেয়েটি। ধূসর রঙের শাড়ি ও সাদা রঙের হাফ হাতা ব্লাউজ পরেছে সে।
পিঠে কালো রঙের একটি ব্যাগও আছে। দেখে মনেই হবে স্কুলের পথে যাচ্ছে সে। শাড়ি পরে মেয়েটির এমন ধরণের কান্ড, যা দেখে নেটিজেনরা খুবই অবাক হয়েছেন।
ভাইরাল এই ভিডিওটি কয়েক লক্ষ ভিউস ছাড়িয়ে গেছে। রায়গঞ্জের মেয়ে মিলি সরকার নিয়মিত বিভিন্ন নাচ,যোগ্যব্যায়াম এর ভিডিও পোস্ট করে সোশ্যাল মাধ্যমে। এই বয়সে তার এত প্রতিভা যা দেখে নেটিজেনরা তার উজ্জ্বল ভবিষ্যতের জন্য শুভ কামনা জানিয়েছে।