কিছু এমন গান থাকে যা শুনলে নিজের থেকেই নাচতে ইচ্ছা হয়। যে অবস্থাতেই থাকা হোক না কেন গান শুনলে মন টা একটু হলেও ভালো হয়। সেরমই নেহা কাক্কর এর ‘সাকি সাকি’ গানে নেচে ভাইরাল হলেন দুই সুন্দরী যুবতী।
খুব জনপ্রিয় এই গান সবার কাছে। সবুজ ও নীল রঙের লেহেঙ্গা ও হাফ হাতা ব্লাউসে দুজনেকেই লাগছে খুব হট। খোলা চুল, চোখে কাজল, কানে বড় বড় কানের দুল এক অন্য মাত্রা দেন করেছে ভিডিওটিতে। গানটি সম্পূর্ণ তারা বেলি ডান্সএর মাধ্যমে করেছে।
জনপ্রিয় ইউটিউব চ্যানেল ‘টিম নাচ’ থেকে ভিডিওটি আপলোড করা হয়েছে। এই দুই সুন্দরী দুর্দান্ত বেলি ডান্স করে রীতিমতো সবাইকে চমকে দিয়েছেন।
প্রতিটি গানের কথার সাথে তাদের নাচের ভঙ্গিমা যেন এক অনবদ্য ব্যাপার। শরীরের যে ফেক্সিবিলিটি তারা নাচের মাধ্যমে প্রকাশ করেছেন তার দেখে মুগ্ধ নেটিজেনরা।
এর মধ্যে ৬ কোটির বেশি মানুষ ভিডিওটি দেখে নিয়েছেন। প্রচুর কমেন্টের সাহায্যে তাদের কাছে শুভেচ্ছা বার্তা এসে পৌচাচ্ছে। দেখে নিন সেই ভিডিও –