নুসরাত যশ ইশান, ৩ জনকে নিয়ে মুখ খুললেন দেব

আগস্টের শেষদিকেই অ’ভিনেত্রী নুসরাত জাহান (Nusrat Jahan) জন্ম দিয়েছেন ফুটফুটে এক পুত্রসন্তানের। অ’ভিনেতা যশ দাশগু”প্ত ের সাথে নাম মিলিয়ে সদ্যজাত এর নামকরণ করেছেন অ’ভিনেত্রী, সদ্যজাত এর নাম দেয়া হয়েছে- ঈশান।

তবে অ’ভিনেত্রী অন্তঃস’ত্ত্বা হওয়ার খবর প্রকাশ্যে আসার পরই একাধিক কুমন্তব্য তাঁকে ঘিরে ধরে। এর আগে অ’ভিনেত্রীর হয়ে কথা বলেছেন অনেকেই।

এবারে অ’ভিনেত্রী তথা সাংসদের পাশে দাঁড়াতে দেখা গেল অ’ভিনেতা দীপক অধিকারী অর্থাৎ দেবকে (Dev)। অ’ভিনেতা দেব অ’ভিনেত্রীর নতুন জীবনের পাশে দাঁড়ানোর বার্তা দিলেন।

এক সংবাদমাধ্যমকে অ’ভিনেত্রী নুসরাতের ব্যাপারে এক সাক্ষাৎকার দিয়েছেন অ’ভিনেতা দেব। তিনি সেখানে বলেছেন নিজের শর্তে বাঁচতে দিতে অ’ভিনেত্রীকে।

যেহেতু সন্তানের পিতৃ পরিচয় প্রকাশে অনিচ্ছুক অ’ভিনেতার সহকর্মী নুসরাত জাহান। সেই সি’দ্ধান্তকে সম্মান জানিয়ে অ’ভিনেতা দেব বলেছেন, ‘ঈশানের জন্মের পর নুসরতের স’ঙ্গে আমা’র কথা হয়েছে। নুসরত খুবই বু’দ্ধিমতী।

এটা সম্পূর্ণ ওঁর ব্যক্তিগত বি’ষয়। ভুল-ঠিক উনি ভাল বোঝেন। নুসরত নিশ্চয়ই কিছু ভাল ভেবেই নিজের জীবন নিয়ে এই সি’দ্ধান্তটা নিয়েছে। আমা’দের বি’ষয়টা মেনে নিতে হবে।’

অ’ভিনেতা দেবের আরও বক্তব্য, ‘নুসরতের কোলে ঈশান এসেছে, এবার জীবনটা ওঁর নিজের শর্তে বাঁচতে দিন ওঁকে। সেটা যশ (যশ দাশগু”প্ত ) হোক বা অন্য কেউ।

তাঁদের জীবনের সি’দ্ধান্ত নিজেদের মুখে জানানোর সময় ও সুযোগ দিন। আমা’দের প্রত্যেকেরই ব্যক্তিগত জীবন আছে। নুসরত সাংসদ অ’ভিনেত্রী বলে কী ওঁর ব্যক্তিগত জীবন থাকতে পারে না?’

অ’পরদিকে এই প্রথম অ’ভিনেতা যশ দাশগু”প্ত কে চিনেবাদামের প্রচারে নুসরাতের সন্তান সম্পর্কে কিছু কথা বলতে। অ’ভিনেতা যশ দাশগু”প্ত জানিয়েছেন, ‘আমি ঈশান নামেই ডাকছি। এই নামটা আমি আর নুসরত মিলে একস’ঙ্গে ঠিক করেছি। তবে ওর একটা ডাকনামও দেওয়া হয়েছে- ‘অংশ’।’

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*