কাগুজে বিয়ের পর অগ্নিসাক্ষী রেখে সাতপাক- কিছুদিন আগেই বিবাহ বন্ধনে বাঁধা পড়েছেন অভিনেত্রী পূজা বন্দ্যোপাধ্যায় ও কুনাল ভার্মা। বিয়েতে তাদের সঙ্গে ছিল তাদের একরত্তি ছেলে কৃশিব।
জনপ্রিয় এই বাঙালি অভিনেত্রী পূজা সর্বদায় রয়েছেন শিরোনামে। অভিনয়ের জন্য যতটা জনপ্রিয় তিনি ততটাই জনপ্রিয় তার ও কুনালের রসায়ন।
কিছুদিন আগেই তাদের বিয়েতে মেতে উঠেছিলেন অনুরাগীরা। সেখানে লাল বেনারসিতে একেবারে বঙ্গকনে রূপে ধরা দিয়েছিলেন অভিনেত্রী। অভিনেত্রীর কনের সাজে মুগ্ধ হয়েছিলেন দর্শক। তবে বিয়ে মিটটেই ফের শুরু রয়েছে কাজ। সংসার সন্তানের সামলানোর পাশাপাশি সমানতালে চলছে কাজ।
তবে ব্যস্ততার মাঝেও সম্প্রতি একটি ছবিতে বাঙালিয়ালা লুক ছেড়ে হটলুকে নজর কাড়লেন অভিনেত্রী। নিজের ইনস্টাগ্রাম হ্যান্ডেল থেকে কয়েকটি ছবি শেয়ার করেছেন যেখানে ওয়েস্টার্ন পোশাকে লেন্সবন্দী হতে দেখা গেল এই টেলি অভিনেত্রীকে।
এদিন নীল রঙের সিকোয়েন্স ব্যাকলেস টপ, ও কালো স্কার্টে উষ্ণতার পারদ ছড়ালেন। মানানসই কানের দুল ও পারফেক্ট মেকআপে হয়ে উঠলেন স্টানিং। নিউ মমের এমন হটলুকে ভিমড়ি খেলেন অনেকেই। অভিনেত্রীর চোখের চাহনিতে দর্শকমনে বাড়লো উত্তেজনা।
প্রসঙ্গত গতবছরই মা হয়েছে অভিনেত্রী পূজা ব্যানার্জি, কিন্তু একফোঁটা বেবিফ্যাট জমতে দেননি শরীরে। মা হওয়ার পরেও নিজেকে যেভাবে মেইনটেইন করে রেখেছেন তা সত্যিই প্রশংসনীয়। নিউ মাম্মার গ্ল্যামার ও সৌন্দর্য দেখে চোখ ফেরাতে পারলেন না দর্শকগণ। অভিনেত্রীর সাথে এই দিন দেখা মিলল কুনালেরও। সামাজিক বিয়ের পর নবদম্পতির এই ছবি ভাইরাল এখন সোশ্যাল মিডিয়ায়।