নিম্নাঙ্গ উন্মুক্ত করে লাল পোশাক পরে শিরোনামে চলে এলেন উরফি, ভাইরাল ভিডিও

বরাবরই খোলামেলা পোশাকের জন্য নেটদুনিয়ায় চর্চায় থাকেন উরফি জাভেদ। এবারও সোনালি রঙের বডিকন পোশাক পরে শিরোনামে চলে এলেন উরফি,তবে অদ্ভুত পোশাকের জন্য উপস মোমেন্টের শিকার হলেন ফ্যাশনিস্তা। উরফি জাভেদ মানেই নতুন নতুন চমক। তবে উদ্ভট সাজগোজের জন্যই বারেবারে শিরোনামে থাকেন নায়িকা। এবার তার অন্যথা হল না।

প্রথমত পোশাক এবং অদ্ভুত দৌঁড়ের জন্য চরম ট্রোলড হলেন উরফি। সম্প্রতি সোশ্য়াল মিডিয়ায় উরফির একটি ভিডিও ভাইরাল হয়েছে। যেখানে দেখা যাচ্ছে, সোনালি রঙের বডিকন পোশাক, সঙ্গে হাই হিল পরে দৌঁড়চ্ছেন উরফি। তবে দৌঁড়াতে তো পারছেন না বরং দৌঁড়তে গিয়ে ট্রোলের মুখে পড়েছেন ফ্যাশনিস্তা।

উরফি যেভাবে দৌঁড়চ্ছেন তা দেখেই মনে হচ্ছে কোনও ইঁদুর লাফাচ্ছে, এমনটাই মন্তব্য করেছেন নেটিজেনরা। আসলে স্কিনফিন পোশাক তার সঙ্গে হিল পরে দৌঁড়নোর চেষ্টা করেও তা পারছেন না উরফি জাভেদ।

অফ শোল্ডার টপে বক্ষযুগল মুড়ে হট পোজ দিতে গিয়েই বিপদে পড়েছেন ফ্যাশনিস্তা। এতটাই স্কিনফিট স্কার্ট পরেছিলেন যে হাঁটতে গিয়েই কটাক্ষের শিকার হয়েছেন উরফি। তারপর দৌঁড়তে শুরু করেন, সেখানেও ঘটে যায় আরেক বিপদ।

গর্জিয়াস সোনালি রঙের পোশাক পরে প্রায় লাফিয়ে লাফিয়ে হেঁটে চলেছেন ফ্যাশনিস্তা। উরফির টপ দেখে প্রায় আঁতকে উঠেছেন ভক্তরা। সরু সুতোয় আটকানো পাতলা ফিনফিনে টপ ছিঁড়ে গেলেই কেলেঙ্কারি কান্ড। পোশাকের নীচ দিয়ে বেরিয়ে রয়েছে বক্ষের একাংশ। যা দেখে চোখ সরছে না ভক্তদের।

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *