বিখ্যাত মডেল এবং অভিনেত্রী নোরা ফাতেহি আজ নিজের প্রতিভার দ্বারা জায়গা করে নিয়েছেন বলিউড ইন্ডাস্ট্রিতে। বিদেশ থেকে তিনি যখন এসেছিলেন মুম্বাইতে বলিউড ইন্ডাস্ট্রিতে অভিনয়।
করার জন্য তখন কার্যত বহু পরিচালকদের সামনে অপমানিত হতে হয়েছিল তাঁকে, কিন্তু আজ তিনি এমন একজন অভিনেত্রী যাকে সিনেমায় অভিনয় বিশেষত আইটেম ডান্স করানোর জন্য অপেক্ষা করে থাকেন বহু পরিচালক।
নোরা ফাতেহি হিন্দি সিনেমা ছাড়াও করেছেন তামিল এবং তেলেগু সিনেমা। সম্প্রতি তিনি একটি রিয়ালিটি শোতেও বিচারক হিসেবে এসেছিলেন। জনপ্রিয় ওই রিয়্যালিটি শোতে তাঁর সঙ্গে বিচারক হিসেবে ছিলেন মালাইকা আরোরা টেরেন্স লুইস এবং গীতা মা। একজন দুর্দান্ত নৃত্যশিল্পী হিসেবে আজ সকলের সামনে প্রতিষ্ঠা অর্জন করেছেন নোরা ফাতেহি।
সোশ্যাল মিডিয়াতে বেশ সক্রিয় থাকেন নোরা ফাতেহি। ফ্যান ফলোইং সংখ্যা প্রায় আকাশ ছোঁয়া। সম্প্রতি ইনস্টাগ্রাম একাউন্ট থেকে নোরা ফাতেহি সকলের উদ্দেশ্যে একটি পোস্ট করে জানিয়েছেন, শীঘ্রই তিনি বিয়ে করতে চলেছেন। কিন্তু কে সেই সৌভাগ্যবান? নোরা ফাতেহি জানিয়েছেন, সোশ্যাল মিডিয়ার মাধ্যমে তিনি বেছে নিয়েছেন তার হবু স্বামীকে।
সোশ্যাল মিডিয়ার মাধ্যমে বিয়ের প্রস্তাব এসেছে তাঁর কাছে। এই প্রস্তাব দেখে তিনি আর না বলে থাকতে পারেননি। কিন্তু কে সেই সৌভাগ্যবান যিনি একবার বলা মাত্রই নোরা ফাতেহি বিয়ের জন্য হ্যাঁ বলে দিলেন? উত্তর দিয়েছেন স্বয়ং অভিনেত্রী নিজেই। এমনকি ছবি ও শেয়ার করেছেন তাঁর।
ইনস্টাগ্রামে সেই ছোট্ট ভক্তর ছবি পোস্ট করে নোরা ফাতেহি লিখেছেন, এই ছোট্ট ছেলেটি আমার এত বড় ভক্ত যে আমাকে বিয়ে করতে চায়। আর তার কথায় আমি একেবারে না বলতে পারিনি। নোরা ফাতেহির এই পোস্ট দেখে নিজেদের মতো মতামত দিয়েছেন ভক্তরা।
কেউ কেউ লিখেছেন, প্রথমে ভয় পেয়ে গিয়েছিলাম। তবে ভক্তের ডাকে সাড়া দিয়ে এমন একটি প্রশ্নের উত্তর দেওয়াতে বেশ খুশি অন্য ভক্তরা। অভিনেত্রীর এই কার্যকলাপই যে আরো বেশি করে ভক্তদের কাছাকাছি এনে দেয় নোরা ফাতেহিকে তা বলাই বাহুল্য।