বলিউড অভিনেত্রী সোনালি রাউত (sonali raut) রীতিমতো ‘ইন্টারনেট সে;নসে;শন’ বনে গিয়েছেন।
নিত্যনতুন বো;ল্ড ফটোশুট দিয়ে অনুরাগীদের মাথা ঘুরিয়ে দিচ্ছেন সোনালি। এর আগে টপলেস ছবি শেয়ার করে রাতারাতি লাইমলাইট নিজের দিকে টেনে নিয়েছিলেন তিনি।
এবার ফের নতুন ফটোশুট শেয়ার করে নেটদুনিয়ায় কার্যত আগুন লাগাচ্ছেন সোনালি। সোশ্যাল মিডিয়ায় তিনি ছবি শেয়ার করা মাত্রই ভাইরাল হয়ে যায়। অনুরাগীরা মুখিয়ে থাকেন সোনালির নতুন ছবির জন্য।
সোশ্যাল মিডিয়ায় বেশ সক্রিয় থাকতে দেখা যায় সোনালিকে। ইনস্টাগ্রামে তাঁর ফলোয়ার সংখ্যা ১০ লক্ষেরও বেশি। উত্তরোত্তর জনপ্রিয়তা বেড়েই চলেছে এই অভিনেত্রীর।
বি;কি;নিতে প্রায়ই ফটোশুট করতে দেখা যায় সোনালিকে। স্বল্প পোশাক ক্যারি করতে তিনি খুব ভালই পারেন। সুইমিং পুলের জলে বি;কি;নিতে রীতিমতো উষ্ণতার পারদ চড়ান অভিনেত্রী।
তবে শাড়িতেও ক্যামেরাবন্দি হতে দেখা গিয়েছে সোনালি রাউতকে। তাঁর ট্র্যাডিশনাল লুকও একই রকম ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়।
প্রসঙ্গত, সলমন খানের জনপ্রিয় রিয়েলিটি শো বিগ বসের মাধ্যমে পরিচিতি পান সোনালি রাউত।
তারপর ২০১৪ তে দ্য এক্সপোজ ছবির হাত ধরে বলাউডে পা রাখেন তিনি।
রণবীর সিংয়ের সঙ্গে একটি বিজ্ঞাপনের শুটিংয়েও দেখা গিয়েছে সোনালিকে। সেখানে টপলেস অবস্থায় ধরা দিয়ে সংবাদ শিরোনামে উঠে এসেছিলেন সোনালি রাউত।
Leave a Reply