নায়কদের সাথে রাত কাটানোর গোপন রহস্য সামনে আনলেন : মল্লিকা

বলিউডের জনপ্রিয় অভিনেত্রী মল্লিকা শেরাওয়াত। তবে একসময় এ নায়িকা হট লিস্টে থাকলেও ধীরে ধীরে হারিয়ে যান সিনেপর্দা থেকে। সম্প্রতি কিছুদিন ধরে বিস্ফোরক সব মন্তব্য করে আবার আলোচনায় এই নায়িকা।

অভিনেত্রী মল্লিকা শেরাওয়াত জানালেন, বলিউডে টিকে থাকতে হলে, প্রতিষ্ঠা পেতে হলে নায়কের কুপ্রস্তাবে রাজি হতে হয়; নায়কের বাড়িতে গিয়ে রাত কাটাতে হয়। এসব মেনে নিতে পারেননি বলেই কাজ থেকে ছিটকে পড়েছেন তিনি।

বলিউড সিনেমায় অনেক দিন থেকেই অনিয়মিত মল্লিকা। সাক্ষাৎকারে এমন প্রশ্নের উত্তরে তিনি বলেন, “আমি সমঝোতা করিনি বলেই কাজ পাই না। আসলে, বলিউডের এক নম্বর নায়কদের সঙ্গে রাত কাটালেই পরপর সিনেমা পাওয়া যায়। এটাই বলিউডের নিয়ম।”

মল্লিকা শেরাওয়াত বলিউডের অন্যতম আবেদনময়ী তারকা। খোলামেলা দৃশ্যে অভিনয় করে নিজেকে ‘সেক্স সিম্বল’ হিসেবে পরিচিত করেছিলেন তিনি। এ কারণে ব্যাপক সমালোচনাও সহ্য করতে হয়েছিল তাকে। তবে তিনি মনে করেন, তার সাহসী পদক্ষেপের কারণেই আজ বলিউডের অভিনেত্রীরা খোলামেলা হয়ে কাজ করছেন।

সাক্ষাৎকারে মল্লিকা শেরাওয়াত বলিউডের অন্ধকার দিক নিয়ে বিস্ফোরক মন্তব্য করেন। তার ভাষ্যমতে, “প্রথম সারির নায়কেরা আমার সঙ্গে কাজ করতে চাইতেন না। কারণ তাদের কুপ্রস্তাবে

আমি কখনও রাজি হইনি। যেসব নায়িকাকে তারা শাসন করতে পারতেন, তাদের ঘনিষ্ঠ হতে রাজি করাতে পারতেন, তারাই সিনেমায় সুযোগ পেতেন। আমি এই দলে ছিলাম না। তাই ভালো কাজও পেতাম না।”

মল্লিকা শেরাওয়াতকে সর্বশেষ দেখা গেছে ‘আরকে/আরকে’ সিনেমায়। এটি মুক্তি পেয়েছে গত ২২ জুলাই। এছাড়া তিনি অভিনয় করছেন, রজত কাপুর, কুবরা সাইত, রণবীর শোরে, মনু ঋষি চাড্ডা, চন্দ্রচূর রাই, অভিজিৎ দেশপান্ডে, অভিষেক শর্মা, গ্রেস গিরধর, এবং বৈশালী মালহারা সিনেমায়।

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *