নামের ঠিক উল্টো এই নায়িকা। কী ব্যাপার বলুন তো? বলিউডে রীতিমতো চর্চা হচ্ছে এই নায়িকাকে নিয়ে।
আনন্দবাজার পত্রিকার খবরে বলা হয়, এই তরুণীর নাম শীতল ঠাকুর।
কিন্তু সোশ্যাল মিডিয়ায় তিনি যেভাবে উষ্ণতা ছড়াচ্ছেন, বলিউড প্রেমীরা বলছেন, লম্বা রেসের ঘোড়া এই তরুণী নামে শীতল হলেও আসলে হট নায়িকা।
পাঞ্জাবে জন্মেছেন এই তরুণী। পড়াশোনা সেন্ট জেভিয়ার্স থেকে। পরবর্তীতে পড়াশোনা দিল্লি বিশ্ববিদ্যালয়ে।
মেধাবী ছাত্রী ছিলেন তিনি। ইনফরমেশন টেকনোলজিতে বি. টেক পাশ করেছেন শীতল।
পাঞ্জাবি ফিল্ম ইন্ডাস্ট্রির পরিচিত মুখ শীতল। বেশ কিছু ধারাবাহিক ও সিনেমায় কাজ করেছেন। প্রথম ছবি ছিল ‘বাম্বাকুট’।
Leave a Reply