বাংলা বিনোদন জগতের বর্তমান প্রজন্মের সুন্দরী অভিনেত্রীদের মধ্যে উল্লেখযোগ্য হলেন মধুমিতা সরকার। ছোট পর্দার পাশাপাশি বড় পর্দাতেও এখন তার নিত্য আনাগোনা। অভিনয় এবং সৌন্দর্য দুই দিয়েই ভক্তদের নজর কাড়েন এই বঙ্গতনয়া। তবে এই দুইয়ের সঙ্গে তার শখের বিষয়টি হল ফ্যাশন স্টাইলিং। সামাজিক মাধ্যমে প্রায়ই তার ঝলক দেখা যায়।
নিজেকে নানা রূপে অবতীর্ণ করে প্রায়ই রঙিন প্রজাপতি হতে দেখা যায় এই অভিনেত্রীকে। এসব নিয়ে বিস্তর বিতর্ক হলেও তাতে খুব একটা আমল দেননা তিনি। নিজের মতো করে কখনো শাড়িতে, কখনো বোল্ড পাশ্চাত্য পোশাকে আবার কখনো স্বল্পবসনে আব্রু ঢেকে জনসমক্ষে আসেন এই অভিনেত্রী।
সম্প্রতি নিজেকে আবার রং-বেরংয়ের মাঝখানে রেখে ধরা দিলেন অভিনেত্রী। নিজের ইনস্টাগ্রাম হ্যান্ডেল থেকে একগুচ্ছ ছবি পোস্ট করেছেন। আর এই ছবিগুলিতে নজর কাড়ছে তার খোলামেলা শরীরের ভাঁজ। এই ছবিতে অভিনেত্রীকে দেখা গেছে বেগুনি রংয়ের ঢিলেঢালা কোট পরে থাকতে।
সৌন্দর্যের পাশাপাশি এই পোস্টের ক্যাপশন বেশ আকর্ষণীয়। ক্যাপশনে অভিনেত্রী লিখেছেন, ‘ঠিক আছে চেক করে নিয়েছি’। এই লেখা বেশ অর্থবহ। তবে এই লুকে যেমন প্রশংসা জুটেছে, তেমনই আবার জুটেছে নানা তকমা। একজন লিখেছেন, ‘তোমার ঠোঁটটা ফেটে গেছে তো’; অন্যজন লিখেছেন, ‘দিন দিন নগ্নতা বেড়েই চলেছে’; আরেকজন লিখেছেন, ‘এত ট্রোলের শিকার হয়েও এরকম পোস্ট কেন’। আরেক অনুরাগী আবার তাকে মডেল উরফি জাভেদের সঙ্গে তুলনা করে লিখেছেন, ‘উরফি জাভেদ লাইট’।