টলিউডে সেই গত বছর থেকেই শুরু হয়েছে ভাঙা-গড়ার খেলা। কারও বিয়ে ভাঙছে তো কারো বন্ধুত্ব। আর সেই তালিকায় প্রথমেই রয়েছে টলিউডের দুইজন প্রথম সারির নায়িকা। তারা হলেন নান আদার দ্যান নুসরত অ্যান্ড শ্রাবন্তী।
শ্রাবন্তীর তৃতীয় বিয়েও ভাঙনের মুখে। এখনও ডিভোর্স হয়নি ঠিকই কিন্তু বিয়ের দেড় বছরের মাথায় তারা আর একছাদের তলায় থাকছেন না। অন্যদিকে নুসরত জাহান নিখিল জৈনের সঙ্গে তাঁর বিয়ে অবৈধ বলে দিয়েছেন। আর সেই কেস এখন আদালতে।
২৬ আগস্ট পুত্র সন্তানের জন্ম দিয়েছেন অভিনেত্রী নুসরত জাহান। আর অভিনেত্রীর গর্ভাবস্থার সময় নুসরতের আশেপাশে দেখা গিয়েছিল শ্রাবন্তী চ্যাটার্জিকে। টলিউড জানে যে তাদের মধ্যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক। কিন্তু এইবার নুসরতের প্রাক্তন সহবাস সঙ্গী (নুসরতের বক্তব্য অনুযায়ী) নিখিলের সঙ্গে নতুন সম্পর্ক গড়ে উঠেছে শ্রাবন্তীর। নিখিলের ডিজাইন করা লেহেঙ্গায় সেজে উঠলেন অভিনেত্রী।
নিখিলের ইন্সটাগ্রাম স্টোরিতে শ্রাবন্তী
নিখিলের দুটি বস্ত্র বিপণির হয়ে শ্যুট করেন টলিপাড়ার অনেক নায়িকা। একসময় নুসরত ছিলেন নিখিলের রঙ্গলি ব্র্যান্ডের মুখ। এছাড়া তাঁর অন্য একটি ব্র্যান্ড ইউভ ইন্ডিয়া লঞ্চ করেছিলেন নিখিল নুসরতের ভাবনাতেই। নুসরত এটিকে তাঁর সন্তান বলেও দাবি করতেন। যদিও এখন এটির সঙ্গেও নুসরতের আর কোনো সম্পর্ক নেই।
তবে সম্প্রতি শ্রাবন্তীর ইউভের হয়ে শ্যুট করায় অবাক টলিপাড়া। এই প্রসঙ্গে নিখিলকে প্রশ্ন করা হলে তিনি বলেন, ‘শ্রাবন্তী আমার ভাল বন্ধু। আমাদের পোশাকগুলি ওর ভাল লেগেছিল। তাই ও শ্যুট করেছে’। নিখিলের এই কথা থেকেই পরিষ্কার শ্রাবন্তী কিভাবে নুসরত এবং তাঁর প্রাক্তন নিখিলের সঙ্গে সম্পর্ক ব্যালেন্স করেছেন। যদিও এর আগেও বহুবার নিখিলের ডিজাইন করা পোশাকে সেজেছেন শ্রাবন্তী।