নতুন ইনিংসের শুরু করলেন কৃষাণ, শ্রাবন্তীকে ভুলে অন্য মেয়ের সাথে এনগেজমেন্ট সারলেন তার প্রাক্তন স্বামী!

অভিনেত্রী শ্রাবন্তীর ব্যক্তিগত জীবন হামেশাই চর্চায় থাকে। আসলে প্রেমে থাকতে ভালোবাসেন অভিনেত্রী। বারবার বিয়ে ভাঙলেও নতুন প্রেমে পড়তে বেশি সময় লাগান না শ্রাবন্তী। তবে ভেবেচিন্তে নতুন জীবনের পথে পা বাড়ালেন শ্রাবন্তীর প্রাক্তন স্বামী, কৃষাণ বিরাজ। বাগদান সেরে ফেলেলন অভিনেত্রীর দ্বিতীয় স্বামী। ইনস্টাগ্রামে হবু স্ত্রীকে ‘আমার জীবন’ বলে পরিচয় করান এই সুপারমডেল।

একটা সময় শ্রাবন্তী-কৃষাণের প্রেম ছিল টলিপাড়ার চর্চার বিষয়। পরিচালক রাজীব বিশ্বাসের সঙ্গে ১৩ বছরের দাম্পত্যে ইতি টেনে সুপার মডেলের কৃষাণের হাত ধরেছিলেন শ্রাবন্তী। মুম্বইয়ে এক বিজ্ঞাপনী শ্যুটে পরিচয়, তারপর প্রেম। ১২ বছরের সন্তানকে পাশে নিয়েই ২০১৬ সালের জুলাই মাসে কৃষাণের সঙ্গে আইনি বিয়ে সেরেছিলেন শ্রাবন্তী। এরপর একসঙ্গে থাকাও শুরু করেন দুজনে।

তবে মাস কয়েক যেতে না যেতেই সুখী দাম্পত্যে চিড় ধরে। বিয়ের পরের বছরেই ডিভোর্সের মামলা দায়ের করেন দুজনে। প্রায় দু-বছর পর ২০১৯ সালের জানুয়ারি মাসে আলিপুর আদালত তাঁদের ডিভোর্সে শিলমোহর দেয়। শ্রাবন্তীর সঙ্গে ডিভোর্সের পর লাইম লাইট থেকে বেশ খানিকটা দূরেই ছিলেন কৃষাণ। ফ্যানশ ব়্যাম্পেও খুব বেশি দেখা মেলেনি তাঁর। তবে ফের একবার নতুন শুরুর পথে এই মডেল। হবু স্ত্রীর পরিচয় ফাঁস করেননি কৃষাণ।

বাগদানের আসরে তাঁর দেখা মিলল ঘন নীল বন্ধগলায়। কৃষাণের সুন্দরী বাগদত্তা সেজেছিলেন সোনালি পাড় বসানো ফ্লোরাল লেহেঙ্গায়, সঙ্গে আসমানি নীল দুপাট্টা। হবু স্ত্রীর সঙ্গে ছবি পোস্ট করে কৃষাণ লেখেন, ‘ও আমাকে পারফেক্ট বানিয়েছে’। এরপর আংটি বদল, কেক কাটার ছবিও ইনস্টাগ্রামে শেয়ার করেন শ্রাবন্তীর প্রাক্তন।

কেন বিয়ে ভেঙেছিল কৃষাণ-শ্রাবন্তীর? সেই কারণ স্পষ্ট নয়। স্বামীকে টলিউডে লঞ্চ করার পরিকল্পনাও ছিল শ্রাবন্তী। সেই ছবির ঘোষণাও সেরে ফেলেছিলেন দুজনে, তারপর আচমকাই থমকে যায় সেই প্রোজেক্ট। আর তারই সঙ্গে আটকে যায় দুজনের দাম্পত্য জীবনের চাকাও। কৃষাণের সঙ্গে বিয়ে ভাঙার পর ২০১৯ সালে রোশন সিং-এর সঙ্গে সাত পাক ঘুরেছিলেন শ্রাবন্তী।

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *