ন;গ্ন হয়ে শরীর দেখিয়ে ভাইরাল শামির স্ত্রী হাসিন জাহান

ভারতীয় ক্রিকেট দলের অসাধারণ বোলার মহম্মদ সামির (Mohammed Shami) স্ত্রী হাসিন জাহান (Hasin Jahan) সোশ্যাল মিডিয়ায় যথেষ্ট সক্রিয় থাকেন।

প্রায় প্রতিদিনই তিনি নিজের ফ্যানেদের জন্য নতুন নতুন ছবি এবং ভিডিয়ো পোস্ট করতে থাকেন। সম্প্রতি তিনি একটি ভিডিয়ো শেয়ার করেছেন। এই ভিডিয়োর কারণে তিনি আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠে এসেছেন।

এই ভিডিয়োয় হাসিন জাহানকে টপলেস অবস্থায় দেখতে পাওয়া গিয়েছে। সেকারণে এই ভিডিয়ো নিয়ে যথেষ্ট চর্চা শুরু হয়ে গিয়েছে।

ভিডিয়োটি হাসিন জাহান নিজেই শেয়ার করেছেন এবং সেটা দেখে লোকজন কার্যত হাঁ হয়ে গিয়েছেন।

ভিডিয়োয় দেখতে পাওয়া যাচ্ছে, বিছানায় টপলেস হয়ে উপুড় হয়ে শুয়ে রয়েছেন হাসিন। সেইসঙ্গে তিনি একটি বিখ্যাত বাংলা গানে লিপ দিচ্ছেন। গানটি হচ্ছে, ‘চুপি চুপি মন তোমার চুরি করে, তোমাকে আপন করে নিলাম যে..।’

এই ভিডিয়োটি হাসিন জাহান নিজের ইনস্টাগ্রাম হ্যান্ডলে শেয়ার করেছিলেন। এখনও পর্যন্ত ভিডিয়োটিতে প্রায় চার হাজারের কাছাকাছি লাইক চলে এসেছে।

সেইসঙ্গে এসেছে ২০০-র উপর কমেন্ট। কমেন্ট সেকশনে অধিকাংশ লোকজনই তাঁকে নিয়ে সমালোচনা করেছেন। অনেকে তো আবার অত্যন্ত কুরুচিপূর্ণ শব্দও ব্যবহার করেছেন।

এই প্রসঙ্গে আপনাদের জানিয়ে রাখি যে হাসিন জাহান এবং মহম্মদ সামি অনেকদিন ধরেই একে অপরের থেকে আলাদা থাকছেন। ২০১৪ সালে ৭ এপ্রিল এই দুজনের বিয়ে হয়েছিল।

কিন্তু, বিয়ের কয়েকমাসের মধ্যেই তাঁদের সম্পর্কে ভাঙন ধরতে শুরু করে। সংবাদমাধ্যমের সামনে এসে হাসিন জাহান তাঁর স্বামী এবং শ্বশুরবাড়ির বিরুদ্ধে গুরুতর অভিযোগ নিয়ে আসেন। এরপর থেকেই দুজনে আলাদা থাকতে শুরু করেন। কিন্তু, এখনও বিবাহবিচ্ছেদ হয়নি।

কয়েকদিন আগেও একটি ছবি পোস্ট করেছিলেন হাসিন। সেটা নিয়েও তাঁকে কম কটাক্ষ করা হয়নি। এই ছবিতে হাসিনকে প্রিন্টেড স্প্যাগেটি টপ এবং ডেনিম শর্টসে দেখতে পাওয়া গিয়েছে।

ক্যাপশনে তিনি লিখেছেন, ‘জীবনের সমস্যাগুলোকে মনে করুন আগামী ভবিষ্যতের বিনিয়োগ। এজন্য ঈশ্বরকে আমি ধন্যবাদ জানাতে চাই। আল্লাহের আশীর্বাদে আশা করছি আগামীদিনে সাফল্য আমার জন্য অপেক্ষা করছে।’

হাসিনের এই বার্তার প্রশংসা করেছেন বেশ কয়েকজন নেট নাগরিক। তবে সমালোচকদের সংখ্যাই তালিকায় বেশি ছিল। তাঁর এই পোশাক নিয়ে অনেকেই কটূ মন্তব্য করেছেন। একজন তো আবার এও বলেছেন, এভাবে হাসিন যেন সামিকে শাস্তি না দেন।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*