পর্নোগ্রাফি (Pornography) মামলায় রাজ কুন্দ্রার গ্রেফতারির পর তাঁর সমর্থনে সুর চড়িয়েছিলেন গহনা বশিষ্ঠ (Gehana Vasisth)। দাবি করেছিলেন, ইরোটিক ভিডিয়ো আর পর্ন এক নয়। রাজ (Raj Kundra) পর্ন বানাননি।
তাঁকে ফাঁসানো হচ্ছে। ফের একবার ইনস্টাগ্রামে লাইভে এসে, নগ্ন হয়ে প্রতিবাদে সরব হলেন অভিনেত্রী, মডেল গহনা বশিষ্ঠ (Gehana Vasisth)।
গহনা বশিষ্ঠ (Gehana Vasisth)-র লাইভ ভিডিয়োতে দেখা যাচ্ছে, শরীরে কাপড়ের লেশমাত্র নেই, যদিও তাঁর শরীর বিশেষ দৃশ্যমান নয়, উপুর হয়ে তিনি বিছানায় শুয়ে রয়েছেন।
হাত দিয়ে নিজের বুক ঢেকেছেন, ক্যামেরায় শুধুমাত্র তাঁর মুখটুকু দেখা যাচ্ছে। লাইভ ভিডিয়োতে গহনা বলেন, ”বন্ধুরা আমি সম্পূর্ণ নগ্ন হয়ে লাইভে এসেছি। বলুন তো, আমাকে কি অশ্লীল কিংবা সস্তা বলে মনে হচ্ছে?
এটাকে কি পর্ন বলে মনে হয়? অথচ আমার অন্যান্য ভিডিয়ো, যেখানে আমি পোশাক পরে রয়েছি, সেটাকেও লোকে পর্ন বলছে। এটা ভণ্ডামি নয় কি?। ”