ন’গ্ন হয়ে গাড়িতেই উদ্দাম যৌনতা! পাহাড় থেকে নিচে পড়ে গেলেন দম্পতি

“রোজ কত কী ঘটে যাহা তাহা, এমন কেন সত্যি হয় না আহা”, কবেই সেকথা লিখে গিয়েছেন বিশ্বকবি। কিন্তু আমাদের জীবনে এমন কিছু ঘটনা মাঝেমধ্যে ঘটে, যা আমরা সত্যিই চাই না।

ইংল্যান্ডের ডার্বিশিয়ারের এক দম্পতি এখন মনে মনে সেকথাই যে ভাবছেন, তা হলফ করে বলা যায়। এবার নিশ্চয়ই ভাবছেন কেন দম্পতি এমন ভাবছেন? তবে চলুন পুরো বিষয়টি খোলসা করা যাক।

সদ্যই ঘর বেঁধেছেন তাঁরা। দিব্যি কাটছে দাম্পত্য জীবন। একদিন হঠাৎই পরিকল্পনা করলেন কিছুটা সময় একান্তে কাটাবেন তাঁরা। সেই অনুযায়ী বেরিয়ে পড়েন লং ড্রাইভে বেরিয়ে পড়েন।

বেশ খানিকটা পথ এগিয়ে পাহাড়ের উপরে গিয়ে গাড়ি থামান। প্রথমে কথাবার্তা চলছিল। খুনসুটির ফাঁকে কখন দু’জনে একে অপরের কাছাকাছি চলে এসেছেন, তা বুঝতেই পারেননি। গাড়ির ভিতরেই উদ্দাম যৌনতায় মেতে ওঠেন দু’জনে।

দিব্যি শরীরী খেলায় মেতে উঠেছিলেন তাঁরা। তবে তারই মাঝে বিপদ যে ওঁত পেতে বসে আছে, তা বোধহয় নিজেরাও বুঝতে পারেননি তাঁরা। যৌনতার মাঝে হঠাৎই গাড়ির হ্যান্ডব্রেকে হাত লেগে যায়। ব্যস! গাড়ি সঙ্গে সঙ্গে গড়াতে থাকে। পাহাড় থেকে নিচে রাস্তায় পড়ে যায় গাড়িটি। উলটেও যায়। তার ফলে গাড়ির ভিতরে আটকে পড়েন ওই দম্পতি। আর বেরতে পারছিলেন না তাঁরা।

তবে কিছুক্ষণের মধ্যেই পুলিশ ঘটনাস্থলে পৌঁছয়। ওই দম্পতিকে গাড়ি থেকে উদ্ধার করা হয়।

পুলিশের দাবি, গাড়ির মধ্যে যৌনতার ফাঁকে হ্যান্ডব্রেকে হাত লাগায় এই বিপত্তি ঘটেছে। বর্তমানে এই ঘটনাই আপাতত সোশ্যাল মিডিয়া কাঁপাচ্ছে। নেটিজেনদের মুখে মুখে ফিরছে দম্পতির ‘কীর্তি’। হেসে খুন প্রায় সকলেই।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*