নগ্ন হতে হবে শুনে কোটি টাকার প্রস্তাব ফিরিয়ে দিয়েছেন কোয়েল মল্লিক

বাবার মতোই অভিনয়কে পেশা হিসেবে বেছে নিয়েছিলেন তিনি। আর বর্তমানে তিনি হয়ে উঠেছেন টলিউডের প্রথমশ্রেণির অভিনেত্রী। হ্যাঁ, ঠিকই ধরেছেন আজ আমরা কথা বলছি জনপ্রিয় অভিনেত্রী কোয়েল মল্লিকের সম্পর্কে। ‘নাটের গুরু’ সিনেমার মাধ্যমে কেরিয়ার শুরু করেছিলেন তিনি। এরপর আর তাকে পেছন ফিরে তাকাতে হয়নি। একাধিক সুপারহিট সিনেমা তিনি উপহার দিয়েছেন দর্শকদের।

তবে আপনি জানলে অবাক হবেন আজ যেমন তিনি টলিউডের অভিনেত্রী, তেমনি বলিউডেও রাজত্ব করতে পারতেন। কিন্তু একসময় বলিউডে অভিনয় করার প্রস্তাব ফিরিয়ে দিয়েছিলেন তিনি। কি অবাক হচ্ছেন তো? ভাবছেন বলিউডে অভিনয় করার জন্য যেখানে মুখিয়ে থাকেন তারকারা, সেখানে এই অভিনেত্রী কেন সেই সুযোগ ফিরিয়ে দিলেন?

জানা গিয়েছে, মহেশ ভাট পরিচালিত ‘গ্যাংস্টার’ সিনেমায় অভিনয় করার প্রস্তাব পেয়েছিলেন অভিনেত্রী। তবে সিনেমার চিত্রনাট্য তার মোটেই পছন্দ হয়নি। এমনকি সেখানে অবাধ যৌনতার দৃশ্য দেখানো হয়েছিল। সেই কারণেই অভিনেত্রী সেখানে অভিনয় করেননি। কারণ, এরকম দৃশ্যে অভিনয় করতে স্বাচ্ছন্দ্য বোধ করেন না কোয়েল। এমনকি টলিউডের কোনো সিনেমাতেও তাকে এরকম দৃশ্যে দেখা যায় না।

তবে বলিউডে অভিনয়ের সুযোগ হাতছাড়া হওয়ায় কখনো আফসোস করেননি তিনি। অন্যদিকে সেই সময় বলিউডে স্ট্রাগল করছিলেন কঙ্গনা রাণাওয়াত। তিনি ‘গ্যাংস্টার’ সিনেমায় অভিনয় করার সুযোগ পেয়েছিলেন। তাইতো কোনরকম চিন্তাভাবনা না করে এই সুযোগ লুফে নিয়েছিলেন অভিনেত্রী। বর্তমানে বলিউডে নিজের জায়গা পাকাপোক্ত করে ফেলেছেন তিনি।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*