নগ্ন ছবি পোস্ট করে ব্যাপক তোপের মুখে শ্রুতি হাসান ।

বলিউডের জনপ্রিয় অভিনেত্রী শ্রুতি হাসান নগ্ন ছবি পোস্ট করে ব্যাপক তোপের মুখে পড়েছেন। সম্প্রতি নিজের একটি নগ্ন ছবি এ অভিনেত্রী পোস্ট করেছেন ইন্সটাগ্রামে। সেই ছবিতে তার গায়ে কোন সূতাও ছিলো না।

সম্পূর্ণ নগ্ন হয়ে কেবল হাত দিয়ে নিজের গোপন অঙ্গ ধরে রেখেছিলেন তিনি। সেখানে ক্যাপশনে তিনি লিখেন, যখন আমি সুপারহট! এদিকে শ্রুতির এমন ছবির বিপরীতে সমালোচনাও হচ্ছে তীব্র।

ফলাও করে সংবাদমাধ্যমগুলোও প্রচার করছে তার এমন বেপরোয়া কাণ্ডের বিষয়।

এদিকে সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেকেই বলছেন শ্রুতির অযথা এমন ছবি প্রকাশের কোন মানেই নেই। এটা কেবল আলোচনায় আসার জন্যই করা।

আবার অনেকেই ব্যাঙ্গ করে বলছেন এসি রুমেও কি শ্রুতির এমন গরম লাগছে যে সব পোশাক খুলে ফেলেছে সে! এর আগে এষা গুপ্তা, নার্গিস ফাকরিসহ বেশ কজন অভিনেত্রী ইন্সটাগ্রামে নগ্ন ছবি পোস্ট করে বিতর্কের মুখে পড়েছিলেন।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*