দেওরের সঙ্গে বিয়ের পিঁড়িতে ইপ্সিতা

অভিনেত্রী ইপ্সিতা মুখোপাধ্যায় বাংলা টেলিভিশনের অত্যন্ত জনপ্রিয় মুখ। খুব অল্প বয়স থেকেই অভিনয় জগতের সঙ্গে যুক্ত ইপ্সিতা। কিছু দিন আগে তাঁর ও ‘আলো ছায়া’ খ্যাত অভিনেতা অর্ণব বন্দ্যোপাধ্যায়ের।

সঙ্গে সম্পর্কের খবর ছড়ায়। যদিও সেই সময় এই বিষয়ে ইপ্সিতা ও অর্ণব মুখে কুলুপ আঁটলেও এবার রচনা বন্দ্যোপাধ্যায়ের কাছে নিজেদের সম্পর্কের কথা কবুল করলেন ইপ্সিতা।

শুধু তাই নয়, তাঁদের বিয়ের করার পরিকল্পনার কথাও রচনা বন্দ্যোপাধ্যায়কে জানালেন ইপ্সিতা। ‘আলো-ছায়া’ ধারাবাহিকে কাজ করতে গিয়েই অর্ণব বন্দ্যোপাধ্য়ায়ের সঙ্গে আলাপ হয় ইপ্সিতার।

ধারাবাহিকে আকাশ-এর চরিত্রে, অভিনেত্রী দেবাদৃতা বসুর বিপরীতে অভিনয় করেছিলেন অর্ণব। অন্যদিকে, ধারাবাহিকে তাঁর বৌদির চরিত্রে অভিনয় করেছেন ঈপ্সিতা। সেখান থেকেই তাঁদের বন্ধুত্ব গাঢ় হয়। তারপর ইপ্সিতার জন্মদিনে অর্ণবের পোস্ট তাঁদের সম্পর্কের জল্পনা বাড়িয়ে দেয়।

‘আলো-ছায়া’ শেষ হওয়ার পর ‘শ্রীময়ী’তে ছোটুর চরিত্রে কাজ করেছেন অর্ণব । অর্ণবের পরিবার ও ইপ্সিতার পরিবার, সবারই সম্মতি আছে এই সম্পর্কে! তবে রচনাকে এই পুরোটা বলার সময় একবারও নাম নেননি অর্ণবের। তবে নাম না নিলেও কারও বুঝতে বাকি নেই কার কথা বলছেন অভিনেত্রী।

ইপ্সিতা জানান, তাঁদের প্রেমের বয়স দুবছর হয়েছে। এখনও বিয়ের কথা চিন্তাভাবনা শুরু করেছেন। অর্ণবের বাড়িতে যাতায়াতও রয়েছে তাঁর। উত্তরপাড়ার বনেদি বাড়ির ছেলে অর্ণব। হবু শ্বশুরবাড়ির একান্নবর্তী বাড়ি বোঝা যাচ্ছে ইপ্সিতা বেশ বড় সড় পরিবারের অংশ হতে চলেছেন।

যদিও এখন অভিনয় নিয়েই তিনি মাস্টার্স করছেন রবীন্দ্রভারতী থেকে। তিনি চান বিয়ের আগে নিজেদের জায়গাটা আরও পাকাপোক্ত করে নিতে। তবে এসব কিছুর পাশপাশি গৃহকর্মে নিপুণা হয়ে উঠেছেন ইপ্সিতা। সেকথাও জানালেন রচনাকে। ইপ্সিতাকে সুবর্ণলতা, কেয়া পাতার নৌকার মতো জনপ্রিয় ধারাবাহিকে কেন্দ্রীয় চরিত্রে দেখা গিয়েছে।

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *