দুর্দান্ত অঙ্গভঙ্গিতে সেক্সি পোজে বেলি ড্যান্স সুন্দরী যুবতীর, তুমুল ভাইরাল ভিডিও

এখন নেট মাধ্যমের যেখানেই হাত রাখা যায় শুধুই এক একটা ভাইরাল গান! যা শুনলেও আপনি কোমর না নাচিযে পারবেন না! তেমনি মার্কেটে এখন নিত্যনতুন ট্রেন্ডিং এর পর ট্রেন্ডিং সং!

কখনো ‘পরম সুন্দরী’,’পানি পানি’, ‘Zalima Coca cola’ মানুষ কোমর দোলাচ্ছে আবার কখনো পুরোনোদিনের গানগুলিকে নতুন রিমেক বানিয়ে মানুষ সেখানে কোমর দোলাচ্ছেন। এছাড়া মার্কেটে যেমন হিন্দি গান আছে, তার পাশাপাশি মারাঠি, ভোজপুরী, পাঞ্জাবী গানের রাজত্বও কম নেই। তেমনি মার্কেটে নয়া সংযোজন ‘Kusu Kusu‘ গানটি।

এই গানটিতে দুর্দান্ত নেচে নেটদুনিয়ায় ঝড় তুলেছেন নোরা ফাতেহি(Nora Fatehi)। এরকমই একটি পপুলার গান যদি আপনি প্রতিনিয়ত শুনতে থাকেন তাহলে এই জমজমাট গানে আপনিও ভিডিও বানাতে দেরি করবেন না।

এবার Kusu Kusu গানের সহিত নাচ করলেন এক সুন্দরী যুবতী। না ওই যুবতীর এক্কেবারে চাবুক ফিগার নয়, তাঁর চাব্বি ফিগারেই এই গানের সহিত তাঁর দুর্দান্ত নাচের এক্সপ্রেশন সত্যই যেকোনো বলিউড হিরোইনকে হার মানাবে। তাঁর পরনে ছিল নীল বর্ণের ঘাগরা চোলি, খোলা চুল হালকা মেক-আপে একদম অন্যভাবে নিজেকে মেলে ধরলেন ওই যুবতী।

তাঁর নজরকাড়া পারফরম্যান্সে আপ্লুত নেটবাসীরা। যদিও একবার নয় এর আগেও বিভিন্ন গানের সহিত ঠিক একইভাবে perform করেন এই যুবতী। তাঁর নাচের অনবদ্য স্টাইল দেখে মুগ্ধ নেট দুনিয়ার একাধিক মানুষ। সেইজন্যই তো এই যুবতীর ভিডিও এত পরিমান ভাইরাল হয়েছে ইনস্টাগ্রামে। only. Dance. Craze নামক একটি ইনস্টাগ্রাম প্রোফাইল থেকে তাঁর ভিডিওটি পোস্ট করা হয়েছে। যাতে এখনো পর্যন্ত কয়েক হাজার পছন্দের সংখ্যা পৌঁছেছে।

আজকাল সোশ্যাল মিডিয়ার (Social Media) মাধ্যমে এই গরিব, ধনী সকল মানুষগুলো এখন অতি সহজেই খ্যাতিসম্প্ন্না হয়ে যাচ্ছে। আজকাল কোনো ব্যতিক্রম কিছু ঘটলেই নিমেষে তা আমাদের চোখের সামনে চলে আসে, আর তা মানুষই ভাইরাল করে দেয়।

আর সোশ্যাল মিডিয়া এমন একটি প্ল্যাটফর্ম যা নানাভাবে মানুষের জন্য মনের অক্সিজেন বহন করছে। তেমনি সেখান থেকেই উঠে আসে বাচ্চা থেকে বড় সকল প্রতিভার এক একটা নজরকাড়া দৃষ্টান্ত।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*