টলিউড ইন্ডাস্ট্রির একসময়কার প্রথম সারির অভিনেত্রীদের মধ্যে একজন ছিলেন রচনা বন্দ্যোপাধ্যায় । কাজ করেছেন প্রায় প্রত্যেক শীর্ষ স্থানীয় অভিনেতাদের সঙ্গে। তবে গত ১০ বছর ধরে তাঁর পরিচিতি ‘দিদি নম্বর ১’ শোয়ের সঞ্চালিকা হিসেবে। জি বাংলার এই শোয়ের হাত ধরেই প্রায় প্রত্যেক বাঙালির ঘরের মেয়ে হয়ে গিয়েছেন টলি সুন্দরী।
‘দিদি নম্বর ১’এর মাধ্যমে নিজের নতুন পরিচয় তৈরি করেছেন রচনা। শুরুতে সঞ্চালিকা হিসেবে টলি সুন্দরী না থাকলেও, তিনি আসার পর থেকে শোয়ের জনপ্রিয়তা আকাশ ছুঁয়েছে। এখন তো তিনি এবং ‘দিদি নম্বর ১’ প্রায় সমার্থক হয়ে দাঁড়িয়েছে।
বাংলার এই জনপ্রিয় শোয়ের সঞ্চালিকা হিসেবে দর্শকরা অন্য কাউকে ভাইবেই পারে না। তাঁর জায়গা যে কেউ ছিনিয়ে নিতে পারে এমনটা যেন কল্পনারও অতীত। কিন্তু এবার সেই অঘটনটাই ঘটে গেল। টানা ১০ বছর ‘দিদি নম্বর ১’ সঞ্চালনা করার পর শো থেকে বাদ পড়লেন রচনা!
৮ থেকে ৮০ প্রত্যেকেই বোঝেন ‘দিদি নম্বর ১’ মানেই রচনা। খুদে থেকে শুরু করে বৃদ্ধা- সব ধরণের দিদিরাই আসেন এই শো’য়ে অংশগ্রহণ করতে। কিছু সময় আগে এমনই এক খুদে দিদির গিয়েছিলেন রচনার এই শোয়ে। তাঁর নাম অনুষ্কা চ্যাটার্জি। আর সেই মেয়েই রচনার সামনে দাঁড়িয়ে তাঁর সঞ্চালনা নকল করে দেখান।