দিশা মানেই ছিল পারফেক্ট সৌন্দর্য, যদিও সেই ভুলটা নিজেই ভাঙ্গলেন তিনি- দেখুন দিশার শরীরের কোথায় রয়েছে স্ট্রেচ মার্কস!

দিশা পাটানি মানেই বিকিনি! দিশা মানেই হট, সডৌল শরীর, তন্বী চেহারা, সুন্দর মসৃণ, ঝলমলে ত্বক। এমনটাই ভেবে থাকেন তাঁর অনুরাগীরা। তবে নাহ, সে ধারণা এক্কেবারেই সঠিক নয়। কথায় বলে, ‘চাঁদেরও কলঙ্ক আছে’। আর তিনি মানেই পারফেক্ট সৌন্দর্য, এই ভুল এবার ভাঙালেন দিশা নিজেই।

তাঁর শরীরেও লুকিয়ে রয়েছে স্ট্রেচ মার্কস। আর সেটাই স্বাভাবিক বলছেন দিশা। ভেজা চুল বাগছাল প্রিন্টেড বিকিনি পরে স্নানঘরে সেলফি তুলেছেন দিশা। আর সেই ‘আনফিল্টারড’ মিরর সেলফি শেয়ার করেছেন সোশ্যাল মিডিয়ার পাতায়। যদিও কোনও ক্যাপশান ছাড়াই সেটি পোস্ট করেছেন। ছবি তোলার সময় নিজের ফোনের দিকেই তাকিয়ে থাকতে দেখা গিয়েছে অভিনেত্রীকে।

ছবিতে দিশার নিতম্বে স্ট্রেচ মার্কস নজর এড়ায়নি নেটপাড়ার। উঠে এসেছে বিভিন্ন মন্তব্য। তবে স্ট্রেচ মার্কস লুকানোর চেষ্টা করেননি অভিনেত্রী, তা দেখে অনুরাগীরা প্রশংসাও করেছেন দিশার। ছবির প্রতিক্রিয়ায় একজন নেটনাগরিক লিখেছেন, ‘দিশারও স্ট্রেচ মার্ক আছে!

এখন আমি শান্তিতে থাকতে পারি।’ কেউ লিখেছেন, ‘স্ট্রেচ মার্ক স্বাভাবিক, দেখানোর জন্য আপনাকে ধন্যবাদ,’ কারোর মন্তব্য, ‘এই আনফিল্টারড ছবিটি বেশ পছন্দ হয়েছে! বিশুদ্ধ সৌন্দর্য’।কেউ লিখেছেন, ‘দিশা একজন চমৎকার মহিলা, কে এই বক্তব্যের সঙ্গে একমত?’ কেউ বলেছেন, ‘চাঁদেরও কলঙ্ক আছে…’।

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *