দায়িত্ববান একটি বড় কাজ করে ভক্তদের আবদার মেটালেন অভিনেত্রী মিমি চক্রবর্তী!

সৌন্দর্য হোক বা ফ্যাশন কিংবা সাহসী ফটোশ্যুট, সবেতেই বলি-কুইনদের জোরদার টক্কর দিচ্ছেন টলি-সুন্দরীরা। আর এই বঙ্গ সুন্দরীদের তালিকায় উল্লেখযোগ্য একটি নাম হল মিমি চক্রবর্তী। প্রায়ই নানা পোশাকে নিজেকে আবদ্ধ করে সামাজিক মাধ্যমে সেনসেশন তৈরি করেন টলিউডের এই সুন্দরী। তবে শুধু অভিনয় বা ফ্যাশন স্টাইলিং নয়, রাজনৈতিক জীবনেও বেশ সক্রিয় এই অভিনেত্রী। কলকাতার রাজনীতির কেন্দ্রস্থল যাদবপুরের মতো কেন্দ্রের সাংসদ তিনি। আর সেই দায়িত্বও দক্ষতার সঙ্গে সামলে চলেন মিমি।

আর এভাবেই নিজেকে ‘অলরাউন্ডার’ রূপেন সংস্থিতা করে তোলেন অভিনেত্রী। সম্প্রতি বসন্ত পঞ্চমীতে বঙ্গ নারীরা নিজেদের শাড়িতে পরিণীতা রূপে রঙিন প্রজাপতির মতো মেলে ধরেছেন। সেই বাসন্তী রংয়ের জোয়ার ছড়িয়ে পড়েছে সামাজিক মাধ্যমেও। সরস্বতী পুজোর দিনে বাসন্তী রংয়ের শাড়ি পরা রীতিমতো একটি ট্রেন্ড হয়ে দাঁড়িয়েছে। আর এবার এই সেই ট্রেন্ডে গা ভাসালেন অভিনেত্রী মিমি চক্রবর্তীও।

সম্প্রতি নিজের ইনস্টাগ্রামে একটি ভিডিও পোস্ট করেছেন অভিনেত্রী। আর সেই ভিডিওতেই বিখ্যাত হিন্দি গান ‘তেরে নেয়না’-র তালে তালে নিজেকে মেলে ধরেছেন অভিনেত্রী। এই ভিডিওতে মিমিকে দেখা গেছে ফ্লোরাল প্রিন্টেড বাসন্তী শাড়ি ও ভেলভেটের স্টাইলিশ লাল রংয়ের ডিপ নেক ব্লাউজে।গায়ে মানানসই জুয়েলারি, মুখে অল্পবিস্তর মেকআপ, ঠোঁটে লিপস্টিক নিয়ে যেন পরিণীতার সাজে সেজেছেন তিনি।

খোলা চুল যেন সেই সৌন্দর্যকে বাড়িয়ে তুলেছে কয়েকগুণ। তবে শুধুমাত্র ফ্যাশন স্টাইলিং বা অভিনয় নয়, সাংসদ হিসেবে জনসেবায় নিজেকে ব্রতী করেন অভিনেত্রী মিমি চক্রবর্তী। সম্প্ররি ভাঙড়ে তিনি গিয়ে ২৫ জন যক্ষ্মা রোগীকে দত্তক নেন তিনি। সাংসদ জানান যে তাদের সমস্ত ভরণপোষণ ও চিকিৎসার দায়িত্ব নেবেন তিনি।

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *