আইপিএলের ইতিহাসে চেন্নাই সুপার কিংসকে যা কখনও দেখতে হয়নি, এবার তারও স্বাক্ষী হতে হয়েছে চারবারের চ্যাম্পিয়নদের। আইপিএলের শুরুতেই হারের হ্যাটট্রিক করেছে চেন্নাই সুপার কিংস।
পরপর তিন ম্যাচে হেরে এই মুহূর্তে বলিগ টেবিলে লাস্ট বয় হিসাবে রয়েছে তারা। আর এই খারাপ অবস্থা দেখেই দলের খেলোয়াড়দের জন্য বিশেষ বার্তা মহেন্দ্র সিং ধোনির। শোনাযাচ্ছে সকলকে নিজেদের খেলার পদ্ধতির ওপর বিশ্বাস রাখার কথাই নাকি বলেছেন মাহি। তাতেই নাকি ফলাফল দেখতে পাবেন তারা।
আইপিএলের আগেই এবার নেতৃত্বের বদল হয়েছে চেন্নাই সুপার কিংসে। স্বইচ্ছায় মহেন্দ্র সিং ধোনি অধিনা.কত্ব এবার তুলে দিয়েছেন রবীন্দ্র জাদেজার কাঁধে।
যদিও উইকেটের পিছনে থেকে দল সামলাচ্ছেন তিনিই। নতুন অধিনায়কের দায়িত্ব পেয়ে জাদেজাও যে বেশ চাপে রয়েছে, প্রথম ম্যাচ থেকেই তাঁর চোখে মুখে সেই ছবি স্পষ্ট। এখনও পর্যন্ত জয়ের মুখ দেখতে পায়নি আইপএলের চারবারের চ্যাম্পিয়নরা।
আইপিএলের মঞ্চ থেকে আন্তর্াতিক মঞ্চ, মহেন্দ্র সিং ধোনির মাথা ঠান্ডার জন্য বরাবরই তিনি সকলের প্রশংসা কুরিয়েছেন। কঠিন পরিস্থিতি থেকে দলকে টেনে তুলে ম্যাচ জিতিয়ে নিয়ে আসা বহু নিদর্শন রয়েছে ধোনির।
এবারের আইপিএলের শুরু থেকেই চেন্নাই সিপার কিংস একের পর এক ধাক্কা খেয়ে চলেছে। সেই জায়গা থেকে দলকে টেনে তোলার জন্য যেন পের নিজের কাঁধে দায়িত্ব তুলে নিয়েছেন তিনি। অধিনায়ক জাদেজা হলেও, চেন্নাইয়ের ড্রেসিংরুমে এখন সকলকে পেপটক দিয়ে উজ্জ্বীত করার দায়িত্ব নিয়েছেন খোদ মহেন্দ্র সিং ধোনি।
ইন্ডিয়ান এক্সপ্রেসে প্রকাশিত হওয়া একটি খবর অনুযায়ী, ধোনি নাকি দলের প্রতিটি সদস্যের উদ্দেশ্যে পেপটক দিয়েছেন। সাফল্যের পথে ঘুরে দাঁড়াতে প্রতিটি ক্রিকেটারদের নিজেদের খেলার ওপর আস্থা রাখতেই বলছেন তিনি।
যে পদ্ধতিতে তারা খেলছেন, তার ওপর যেন ভরসা রাখেন তারা। শুধু তাই নয় শোনাযাচ্ছে দলের ওপেনার রুতুরাজ গায়কোয়াড়ের উদ্দেশ্যেও নাকি নানান পরামর্শ দিয়েছেন তিনি। তাঁকে মাঠে নেমে নিজের খেলাই খেলতে বলেছেন ক্যাপ্টেন কুল।
গতবারের আইপিএলে চেন্নাই সুপার কিংসের হয়ে দুর্ধর্ষ পারফরম্যান্স দেখিয়েছিলেন এই তরুণ ক্রিকেটার রুতুরাজ গোয়কোয়াড়। চেন্নাইয়ের চ্যাম্পিয়ন হওয়ার পিছনেও তাঁর অবদান অনস্বীকার্য।
আর সেই দক্ষতার জেরেই ভারতীয় দলেও নিজের জায়গা করে নিয়েছিলেন রুতুরাজ। কিন্তু এবার তিনি পরপর তিন ম্যাচেই ব্যর্থ।ঠ ঠিক তেমনই ব্যর্থ হচ্ছেন রবীন্দ্র জাদেজাও।
শ্রীলঙ্কার বিরুদ্ধে যে পারফরম্যন্স তিনি দেখিয়েছিলেন, এখনও পর্যন্ত চেন্নাইয়ের বিরুদ্ধে সেই পারফর্ম করতে ব্যর্থ হয়েছেন রবীন্দ্র জাদেজাও। আর এই সব দেখেই ফের দলকে সামাল দিতে এগিয়ে এসেছেন মহেন্দ্র সিং ধোনি।
শনিবারই আইপিএলের চতুর্থ ম্যাচে নামছে চেন্নাই সুপার কিংস। সেখানে ধোনির পেপটক কতটা কাজ দেয় সেটাই এখন দেখার অপেক্ষায় রয়েছেন সকলে।