সবে নতুন ধারাবাহিক ‘বালিঝড়’-এর কাজ হাতে নিয়েছেন। এর মধ্যে নতুন ঝামেলায় জড়ালেন অভিনেত্রী তৃণা সাহা। বৃহস্পতিবার সংবাদমাধ্যমকে নায়িকা জানালেন হোয়াটসঅ্যাপে অভিনেত্রীর নগ্ন ছবি ভাইরাল করে দেওয়ার হুমকি দেওয়া হচ্ছে।
তৃণা সাহা জানালেন, সকালে তিনি ফোন পান, যেখানে বলা হয় এক ব্যক্তি তাঁর নামে লোন নিয়েছে। এমার্জেন্সি নম্বর হিসেবে তাঁর ফোন নম্বরও দেওয়া হয়। যার থেকে ১২, ৩৬৩ টাকা লোন
নেওয়া হয়েছে সে তৃণাকে ফোন করে জানায় টাকাটা অভিনেত্রীকে চোকাতে হবে। আর সেই টাকা ফেরত না দিলে লোন নেওয়া ব্যক্তির ‘নগ্ন ছবি’ ফেসবুকে আপলোড করা হবে। আরও পড়ুন: ‘একদম সুখে নেই’, স্বামী রজত ঘোষ দস্তিদারের সঙ্গে সমস্যা নাকি অভিনেত্রী সোনালীর?
তৃণা আরও জানান, তিনি জানেন না কীভাবে তাঁর ফোন নম্বর এভাবে ছড়িয়েছে। যে ব্যক্তি ফোন করেছে বা যে নামে লোন নেওয়া হয়েছে তাঁদেরকে চেনেনও না,
নামও শোনেননি কোনওদিন। অভিনেত্রী আরও জানান, তিনি কখনওই চান না কারও নগ্ন ছবি ছড়িয়ে পড়ুক। তাই থানায় অভিযোগ দায়ের করবেন।
তৃণা জানান, ‘আপাতত এই নম্বরটা ব্লক করেছি। অভিযোগও করব। আমি জানি না কীভাবে আমার নাম-নম্বর ছড়াল। আপনাদেরও বলব একটু সতর্ক থাকুন। প্রতারকদের থেকে দূরে থাকুন।’
আপাতত স্টার জলসার নতুন ধারাবাহিক বালিঝড়ের শ্যুট করছেন তৃণা। যেখানে তাঁর সঙ্গে দেখা যাবে কৌশিক রায় ও স্নেহাশিষ রায়কে। বিকেল ৬টার
সময় চলতি সপ্তাহ থেকেই শুরু হয়েছে ধারাবাহিক। আরও পড়ুন: ‘মা-বাবার আদর পাইনি…’ নিম ফুলের মধুর পর্ণার মতো পল্লবীও যৌথ পরিবারে বিয়ে করবে?
এদিকে, অভিনেত্রীর ডিভোর্সের খবরও ছড়িয়ে পড়েছে টলিউডের ইতিউতি। ২০২১ সালে বিয়ের পিঁড়িতে বসেছিলেন তৃণা-নীল। তবে বিয়ের বয়স ২ বছর গড়ানোর আগেই
শোনা যাচ্ছে আলাদা হতে চলেছেন দুজন। বিবাহবার্ষিকীও একে-অপরের থেকে দূরে কাটিয়েছেন দুই তারকা। মরু শহর দুবাইতে ছিলেন নীল আর তৃণা কলকাতায়।
আসলে গত দু’ মাস তৃণার সোশ্যাল মিডিয়ার দেওয়ালে দেখা মেলেনি নীলের। যা তাঁদের বিচ্ছেদের চর্চাকে উস্কে দিয়েছিল। বিয়ের জন্মদিনে পুরোনো ছবি দিয়ে স্বামীকে
বিবাহবার্ষিকীর শুভেচ্ছা জানিয়েছেন তৃণা। তাঁর বার্তা, ‘চলো একসঙ্গে দুজনে বুড়ো হই…. শুভ দ্বিতীয় বিবাহবার্ষিকী’। যা দেখে খানিক স্বস্তি পেয়েছেন তৃনীল ভক্তরা।