তবে কি চলছে তাদের প্রেম? বিশ্রাম পেতেই অভিনেত্রী সারা আলির সাথে দেখা করলেন গিল!

মাটিতে পা, আর চোখ সেই আকাশ পেরিয়ে গ্যালারিতে গিয়ে পড়া ওভার বাউন্ডারিতে। আপাতত নিজের খেলোয়াড় জীবনে সেই উচ্চতাতেই রয়েছেন ভারতীয় ক্রিকেট তারকা শুভমন গিল। আর তার চোখে চোখ নবাব-কন্যা সারা আলি খানের। কোনো বলিউডি নায়ক বা তাবড় ব্যবসায়ী নন, ক্রিকেটার শুভমন গিলে মজেছেন সারা আলি খান।

ক্রিকেটের সাজঘর থেকে মায়ানগরীর পার্টিতে ফিসফাস তো ছিলই। সেই সব জল্পনায় আরো রসদ জোগালেন সারা ও শুভমন। বিমানবন্দরে বসে কথা বলতে বলতে একে অপরের চোখে প্রায় হারিয়েই গিয়েছেন চর্চিত প্রেমিক যুগল। সমাজমাধ্যমে ভাইরাল হল সেই ছবি।

বলিপাড়ায় গুঞ্জন বেশ অনেক দিনের। প্রেম করছেন শুভমন গিল ও সারা আলি খান। একসঙ্গে বেশ কয়েকবার দেখাও গিয়েছে চর্চিত যুগলকে। আরো বেড়েছে জল্পনা। সম্প্রতি এক বিমানবন্দরে একসঙ্গে বসে থাকতে দেখা যায় শুভমন ও সারাকে। একে অপরের সঙ্গে গল্প করতে করতে যেন হারিয়ে গিয়েছেন নিজেদের মধ্যেই।

অন্য কোনো দিকে নজর নেই, সারা ও শুভমনের মন যেন শুধু একে অপরের জন্য। ছবিতে রসায়ন পোক্ত হলেও কখনো নিজেদের সম্পর্কের সমীকরণ নিয়ে সংবাদমাধ্যমের সামনে মুখ খোলেননি শুভমন বা সারা কেউ-ই। তবে ছবিই যখন এত কথা বলে দেয়, তখন চর্চার আর দোষ কোথায়!

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *