তথাগত-দেবলীনার বিচ্ছেদ নিয়ে বোমা ফাটালেন বিবৃতি চট্টোপাধ্যায়

সোমবারই তথাগত মুখোপাধ্যায়-দেবলীনা দত্তের দাম্পত্য বিচ্ছেদ নিয়ে মুখ খুলেছেন বিবৃতি চট্টোপাধ্যায়। মঙ্গলবার সকালে তিনি পোস্ট করেছেন একটি রিল ভিডিয়ো। সেখানে ‘মৌচাক’ ছবির বিখ্যাত গান, ‘বেশ করেছি প্রেম করেছি’র ছন্দে দুলেছেন মন খুলে।

তথাগত-দেবলীনার বিচ্ছেদের নেপথ্য কারণ হিসেবে টলিউড দায়ী করেছে তাঁকে। দাবি, ‘ভটভটি’ ছবির পরিচালনা সূত্রেই নাকি নায়িকাকে মন দিয়ে ফেলেন তথাগত। যদিও বিবৃতির বক্তব্য, ‘‘ওঁদের বিচ্ছেদ নিয়ে কিছুই জানি না।

এটা সম্পূর্ণ ওঁদের ব্যক্তিগত ব্যাপার। আমি এই নিয়ে কেন কথা বলব? ওঁরা যখন বিয়ে করেছিলেন, তখন কি আমার অনুমতি নিয়েছিলেন?’’

এই প্রশ্নের উত্তর দিয়েছেন বিবৃতি। তাঁর যুক্তি, ‘‘এই গানটি অন্যদের মতো আমারও প্রিয়। তাই গানটিকে বিষয় হিসেবে বেছে নিয়েছি।’’ তাঁর আরও বিবৃতি, প্রায়ই তিনি রিল ভিডিয়ো বানিয়ে পোস্ট করেন ইনস্টাগ্রামে।

কোনও বার্তা দিতে এই ভিডিয়ো বানাননি বা পোস্ট করেননি তিনি। এবং ভিডিয়োটি তাঁর এক বন্ধুর জন্মদিনে তোলা। তাই ঘরজুড়ে এত টুনিবাতির আলো! সেখানেই স্বচ্ছ্ব কালো পোশাকে দেখা দিয়েছেন নায়িকা।

গুঞ্জন সত্যি হলে কি এ ভাবেই জোর গলায় জানাবেন অভিনেত্রী? এ বার সপাট জবাব এল ‘ব্যোমকেশ গোত্র’র ‘মীরা’র থেকে, ‘‘ব্যক্তিগত জীবন নিয়ে শিরোনাম বানানোর ইচ্ছে কোনও কালেই নেই।

বরাবরই খবরে থেকেছি ভাল কাজের সুবাদে।’’ তার পরেই অকপট বিবৃতি, কখনও যদি নিজের প্রেম জীবন নিয়ে মুখ খোলেন অবশ্যই এ ভাবেই সগর্বে তিনি ঘোষণা করবেন, ‘‘বেশ করেছি…!’’

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *