সম্প্রতি তিনি নিজের ইনস্টাগ্রাম স্টোরিতে একটি ভিডিয়ো পোস্ট ছবি পোস্ট করেছিলেন। ছবিটি মুহূর্তের মধ্যেই ঝড়ের গতিতে ভাইরাল হয়ে যায়। ইনস্টায় সারা নিজের ছবিই পোস্ট করেছিলেন। তিনি ‘ডেট’-র হাত ধরে রয়েছেন।
ভারতীয় ক্রিকেট দলের কিংবদন্তী ব্যাটসম্যান সচিন তেন্ডুলকরের থেকে তাঁর মেয়ে সারার জনপ্রিয়তা কোনও অংশেই কম নয়। ভারতীয় টেস্ট ক্রিকেট দলের ওপেনার শুভমন গিলের সঙ্গে সম্পর্কের গুঞ্জন নিয়ে মাঝেমধ্যেই তিনি সংবাদ শিরোনামে উঠে আসেন। আসলে সারা প্রচারের আলোটাকেই খুব ভালোবাসেন।
একথা অস্বীকার করার কোনও জায়গাই নেই যে বাবা সচিন তেন্ডুলকরের জন্যই আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠে এসেছেন সারা। তিনি যে প্রচারের আলো কেড়ে নেবেন, সেটাই স্বাভাবিক। পাশাপাশি সোশ্যাল মিডিয়াতেও তিনি ফ্যান ফলোয়িং যথেষ্ট ভালোবাসেন।
প্রত্যেকবার তিনি যখনই ইনস্টাগ্রামে কোনও ছবি কিংবা ভিডিয়ো পোস্ট করেন, তাঁর ফ্যানেদের উন্মাদনা চোখে পড়ার মতো হয়।
সম্প্রতি তিনি নিজের ইনস্টাগ্রাম স্টোরিতে একটি ভিডিয়ো পোস্ট ছবি পোস্ট করেছিলেন। ছবিটি মুহূর্তের মধ্যেই ঝড়ের গতিতে ভাইরাল হয়ে যায়। ইনস্টায় সারা নিজের ছবিই পোস্ট করেছিলেন। তিনি ‘ডেট’-র হাত ধরে রয়েছেন।
কিন্তু কার সঙ্গে ডেটে গিয়েছিলেন সারা? এই গুঞ্জনই আপাতত গোটা সোশ্যাল মিডিয়ায়। এই প্রসঙ্গে আপনাদের জানিয়ে রাখি, সারা তেন্ডুলকর এবং কনিকা কাপুর খুব ভালো বন্ধু। তাঁরা মাঝেমধ্যেই একে অপরের ছবিতে কমেন্ট করে থাকেন।
তবে এটাই প্রথমবার নয়। ইতিপূর্বে শুভমনের সঙ্গে তাঁর সম্পর্কের গুঞ্জন নিয়ে বেশ কয়েকবার প্রচারের আলো কেড়ে নিয়েছিলেন সারা। আসলে শুভমন গিলের সঙ্গে সচিন-কন্যা সারা তেন্ডুলকরের প্রেমের জল্পনা দীর্ঘদিন ধরে চলছে। তাঁরা এখনও বিষয়টিতে সিলমোহর না দিলেও, দু’জনের সোশ্যাল মিডিয়া পোস্ট দেখেই নেটিজেনরা নিশ্চিত ছিলেন তাঁদের প্রেম জমে উঠেছে। বর্তমানে আবারও চর্চার কেন্দ্র শুভমন-সারা।
গত নভেম্বর মাসে শুভমন লেখা টি-শার্ট পরে ছবি পোস্ট করেছিলেন। বাইশ গজের ভগবান সচিন তেন্ডুলকরের কন্যা সারাই ওই ‘অ্যাঞ্জেল’ দাবি নেটিজেনদের। ভক্তদের প্রশ্ন, ‘সারার সঙ্গে কী তাহলে বিচ্ছেদও হয়ে গেল শুভমনের?’ কেউ কেউ বলেছেন, সারা তেন্ডুলকর আদতে একজন পরী। তাঁর সঙ্গে ব্রেক আপ হওয়াতেই এই পোস্ট করেছেন শুভমন।
অনেকে রসিকতা করে বলেন, ‘ঢোল বাজাও, শুভমনের ব্রেক আপ হয়েছে।’ যদিও পোস্টের অর্থ নিয়ে মন্তব্য করেননি শুভমন।
সারা ও শুভমন দুজন দুজনকে ইন্সটাগ্রামে ফলো করেন। শুভমন গিলের বোন শাহনীল গিল এবং সিমরন সিধুকে ফলো করেছেন সারা। তাঁদের একে অপরের পোস্টে লাইক করতেও দেখা যায়। তা দেখেই তাঁদের সম্পর্কের গুঞ্জন শুরু হয় সোশ্যাল মিডিয়ায়।