‘ডান্স বাংলা ডান্স’-এর সম্প্রচারের আগেই উষ্ণ লুকে নেটপাড়ার ঘুম কাড়লেন মৌনি

মৌনি রায় এর স্টাইল স্টেটমেন্ট দেখে বর্তমানে বোঝার উপায় নেই, তিনিই ‘কিঁউ কি সাস ভি কভি বহু থি’-র কৃষ্ণাতুলসী। নিজেকে ক্রমশ গ্রুম করে চলেছেন মৌনি। নিয়েছেন কসমেটিক সার্জারির সাহায্য। তবে তা নিয়ে কখনও মুখ খোলেননি তিনি। সোমবার আবারও হটনেসের পারদ চড়ালেন মৌনি। ভাইরাল হল তাঁর নতুন ফটোশুট।

মৌনি নিজেই এদিন ইন্সটাগ্রামে কয়েকটি ছবি শেয়ার করেছেন। ছবিগুলিতে তাঁর পরনে রয়েছে গ্রে রঙের হল্টারনেক ব্রালেট। ব্রালেটের সামনে একটি ‘নট’ বাঁধা রয়েছে। ডিপ নেক ব্রালেটের মাধ্যমে উন্মুক্ত রয়েছে মৌনির ক্লিভেজ। নিম্নাঙ্গে কালো রঙের ট্রান্সপারেন্ট সারং পরেছেন মৌনি।

উন্মুক্ত রয়েছে তাঁর সুঠাম কোমর ও নাভি। সারংটি একপাশে বাঁধা রয়েছে। সারং-এর স্লিটের পাশ দিয়ে উন্মুক্ত রয়েছে মৌনির মসৃণ পা। বাঁ হাতে অক্সিডাইজড বালার সেট পরেছেন মৌনি। গলায় রয়েছে অক্সিডাইজড নেকপিস যা ছুঁয়েছে তাঁর ক্লিভেজ। নেকপিসে রয়েছে মিরর ওয়ার্ক। চুলে বিনুনি বেঁধেছেন মৌনি। বিনুনির নিচের অংশে তিনি ব্যবহার করেছেন অক্সিডাইজড হেয়ার অ্যাকসেসরিজ। হালকা মেকআপ করেছেন তিনি। কয়েক গুচ্ছ চুল পড়ে রয়েছে মুখের চারপাশে।

ছবিগুলি শেয়ার করে মৌনি লিখেছেন, শুধুমাত্র হৃদয়ের মাধ্যমে সবকিছু চেনা যায়। চোখে তা ধরা দেয় না। মৌনির ছবির কমেন্ট বক্সে শ্রাবন্তী পোস্ট করেছেন দুটি আগুনের ইমোজি। প্রত্যুত্তরে মৌনিও তাঁকে ভালোবাসা জানিয়েছেন। সায়ন্তনী ঘোষ, সুরভি জ্যোতি , আশকা গোরাডিয়া রাও বলেছেন, মৌনি যেন আগুন। শুভশ্রী -ও মৌনির ছবিগুলির প্রশংসা করেছেন।

মৌনিকে শেষবার দেখা গিয়েছিল অয়ন মুখোপাধ্যায় পরিচালিত ফিল্ম ‘ব্রহ্মাস্ত্র : পার্ট ওয়ান’-এ। এই ফিল্মে নেতিবাচক চরিত্রে তাঁর অভিনয় প্রশংসিত হয়েছিল। বর্তমানে জি বাংলার ডান্স রিয়েলিটি শো ‘ডান্স বাংলা ডান্স’-এ বিচারকের আসনে রয়েছেন মৌনি। খুব শীঘ্রই তাঁকে দেখা যাবে আগামী ফিল্ম ‘ভার্জিন ট্রি’-এ।

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *