জি বাংলার পর্দায় প্রতি শনি ও রবিবার রাত সাড়ে ৯ টায় সম্প্রচারিত হত ‘ডান্স বাংলা ডান্স’। অসাধারণ নাচের প্রতিভা নিয়ে মঞ্চে হাজির হত সকল প্রতিযোগি।
নাচেই হবে মুশকিল আসন’ এটাই এই শো এর ট্যাগলাইন। গত ২২ শে মে শুরু হয়েছিল এই নাচের রিয়্যালিটি শো। অবশেষে দীর্ঘ ৭ মাসের যাত্রাপথ পেরিয়ে ১৯ ডিসেম্বর হয়ে গেল ‘ডান্স বাংলা ডান্স’ র গ্র্যান্ড ফিনালে।
এদিন সেরা ৬ ফাইনালিস্ট হিসেবে গ্র্যান্ড ফাইনালের মঞ্চে উপস্থিত ছিল অর্ণব- সুকন্যা, ঋষিতা, গ্যাং স্ট্রিট মাফিয়া, সৌভিক -মেঘা, আর পি ব্রাদার্স ও রেইস-পলাশ।
এদিন প্রতিযোগীরা ছাড়াও বিচারক সহ ডান্স গুরুরাও কোমর দুলিয়েছে। সম্প্রতি প্রকাশ্যে এসেছে সেই ঝলকই। সেখানে দেখা যাচ্ছে যে, সুপারস্টার জিৎ য়ের সঙ্গে তাঁরই ছবির গানে কোমর দুলিয়েছে সৌমিলি থেকে শুরু করে রিমঝিম, দেবলীনা।
তবে, এবারের ‘ডান্স বাংলা ডান্স সিজন ১১ তে বিজয়ীর মুকুট উঠলো সুকন্যা ও অর্ণবের মাথায়। ট্রফি ছাড়াও তাঁরা পেয়েছে ৯ লক্ষ টাকা। ওদিকে রানার্স আপ অর্থাৎ দ্বিতীয় স্থান দখল করেছে ৯ জনের টিম গ্যাং স্টার মাফিয়া। তাঁরা পেয়েছে ২ লক্ষ টাকা।
তৃতীয় স্থান দখল করেছে ‘ওয়ান্ডার কিড’ ঋষিতা। আর চতুর্থ স্থানে রয়েছে সৌভিক ও মেঘা। এমনকি মেঘা তো ইতিমধ্যেই জি বাংলারই নতুন ধারাবাহিক ‘পিলু’ র কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করার সুযোগও পেয়েছে।
‘ডান্স বাংলা ডান্স’র বিচারকের মঞ্চে উপস্থিত ছিলেন সুপারস্টার জিৎ, গ্ল্যামার কুইন শুভশ্রী ও বলিউডের সুপারস্টার গোবিন্দা। সঞ্চালনায় দায়িত্ব সামলেছেন অভিনেতা অঙ্কুশ হাজরা ও বিক্রম চট্টোপাধ্যায়।
আর গুরুর আসনে ছিল দেবলীনা কুমার, ওম সাহানী, সৌমিলি বিশ্বাস, রিমঝিম মিত্র। সব মিলিয়ে এদিন দারুন একটি এপিসোডের মাধ্যমে শেষ হয় ‘ডান্স বাংলা ডান্স’।