দর্শকদের নজর কাড়তে, হার্টবিট বাড়াতে কিংবা ছেলেদের রাতের ঘুম ওড়াতে ভোজপুরি ইন্ডাস্ট্রি বরাবরই অভ্যস্ত।
আজ থেকে নয়,বছর বছর ভোজপুরি ইন্ডাস্ট্রির দর বেড়েই চলেছে সোশ্যাল মিডিয়ায়, আর এবারে দর্শকদের আবার ঘাম ঝরাতে ভাইরাল হল নম্রতা মাল্লার মন মাতানো ভিডিও।
ইনস্টাগ্রামে ভিডিও পোস্ট করে নম্রতা তার বিকিনি লুক ভক্তদের কাছে তুলে ধরেন। নম্রতার বেলি ডান্স সোশ্যাল মিডিয়ায় প্রকাশ হতেই শোরগোল পড়ে নেটদুনিয়ায়, হাজার হাজার লাইক পাওয়া ভিডিওটিকে বারংবার রিটুইট করেন ভক্তরা।
নম্রতা মাল্লাকে ভোজপুরি ইন্ডাস্ট্রিতে “নোরা ফাতেহি” বলে উল্লেখ করা হয়। তার অভিনয়ের মধ্যে রয়েছে বেলি ডান্সিং এছাড়াও তেলেগু ছবির একটি আইটেম গানে ক্যামিও করতে চলেছেন নম্রতা।
এর পরে, তাকে আরও বেশ কয়েকটি মিউজিক ভিডিওতে দেখা যাবে। অভিনেত্রী সোশ্যাল মিডিয়াতে সক্রিয় তো বটেই পাশাপাশি তার নাচের মাধ্যমে দর্শকদের আকর্ষন করেন এই অভিনেত্রী।