“ট্রোল নিয়ে আমি ভাবি না, আর পাত্তাও দেয় না-মানুষ এখন একটু বেশিই জাজমেন্টাল”-শ্রাবন্তী

বর্তমান সময়ে টলিউডের সুন্দরী নায়িকাদের মধ্যে অন্যতম হলেন শ্রাবন্তী চট্টোপাধ্যায়। অল্প বয়সে থেকে সিনেমা জগতে পা রেখে নায়িকার চরিত্রে অভিনয় করে একের পর এক ‘হিট’ ছবি উপহার দিয়েছেন দর্শকদের। এক দশকের বেশি সময় ধরেই স্টুডিওপাড়ায় তারা আনাগোনা।

তবে তার অভিনয় নিয়ে যেমন চর্চা হয় নানা মহলে, তেমনই আবার তার ব্যক্তিগত জীবন নিয়ে চলে কাটাছেঁড়া। অভিনেত্রীর একাধিক বিয়ে নিয়ে মিমও হয় বিস্তর। এককথায় সোশ্যাল মিডিয়ার মশলা কন্টেন্টের অন্যতম হলেন শ্রাবন্তী। তবে এসব বিষয় নিয়ে তিনি নিজে কতটা ভাবেন? কতটা অস্বস্তি বোধ করেন অভিনেত্রী। এই বিষয়গুলি এবার অকপটে স্বীকার করলেন তিনি।

সম্প্রতি ‘কাবেরী অন্তর্ধান’ ছবির কাজ শেষ করেছেন অভিনেত্রী। আর এই বিষয়ে একটি সাক্ষাৎকারে ব্যক্তিগত জীবন নিয়ে নানা প্রশ্নের জবাব দেন তিনি। সোশ্যাল মিডিয়ায় বিদ্রুপের ঘটনাকে ঘিরে অভিনেত্রী বলেন,

“যাঁরা সমালোচনা করেন, তাঁদের নিজেদের জীবন নিয়ে ভাবা উচিত। তারপর অন্যকে জাজ করুক। আজকাল মানুষ অতিরিক্ত জাজমেন্টাল হয়ে গিয়েছে। ট্রোল নিয়ে আমি ভাবি না, পাত্তা দিই না। যে খোলামেলা পোশাক পরে স্বচ্ছন্দ তার অন্যদের কথায় পাত্তা দেওয়ার দরকার নেই। কারণ অনেকের হয়তো তাঁকে দেখে ভালো লাগছে। আমাদের হাতের পাঁচটা আঙুল তো আর সমান নয়।”

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *