টি টোয়েন্টি বিশ্বকাপে দীনেশ কার্তিককে নিয়ে বিরাট ভবিষ্যদ্বানী করলেন রবি শাস্ত্রীর

এবারের আইপিএলে শুরু থেকেই দুরন্ত ছন্দে রয়েছেন দীনেশ কার্তিক। রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর হয়ে প্রথম ম্যাচ থেকেই ফিনিশারের ভূমিকা পালন করছেন তিনি।

বেঙ্গালুুরুর শেষ ম্যাচে রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে সাত নম্বরে ব্যাট করতে নেমেছিলেন দীনেশ কার্তিক। আর সেই জায়গা থেকেই মাঠে ঝড় তুলেছিলেন ভারতের এই তারকা উইকেটকিপার।

তাঁর ১২ বলের সেই ঝোরো ইনিংসেই শেষ হয়ে গিয়েছিল রাজস্থান রয়্যালসের জয়ের সমস্ত আশা। এরপরই দীনেশ কার্তিককে নিয়ে নিজের মামত প্রকাশ করেছেন রবি শাস্ত্রী।

দীর্ঘদিন ধরেই ভারতীয় দলের বাইরে রয়েছেন দীনেশ কার্তিক। ২০১৯ সালে শেষবার নিদাহাস ট্রফিতে ভারতীয় দলের হয়ে দেখা গিয়েছিল তাঁকে। সেই ম্যাচেও শেষ মুহূর্তে নেমে ভারতকে জিতিয়েছিলেন কার্তিক।

এরপর থেকে অবশ্য আর ভারতীয় দলে সুযোগ পাননি তিনি। কিন্তু দীনেশ কার্তিক ভারতীয় দলে ফেরার ব্যপারে এখনও পর্যন্ত যথেষ্ট আশাবাদী। সামনে ২০২২ টি টোয়েন্টি বিশ্বকাপই রয়েছে তাঁর চোখে।

এবারের আইপিএলে নামার আগেও সেই কথা শোনা গিয়েছিল দীনেশ কার্তিকের মুখে। তাঁর মতে এই মুহূর্তে ভারতীয় দলে তেমন ফিনিশার নেই। আর সেই জায়গাতেই খেলতে চান তিনি।

আর দীনেশ কার্তিকের পারফরম্যান্স দেখার পর তা নিয়েই মন্তব্য জানালেন রবি শাস্ত্রী। দীনেশ কার্তিক ভারতীয় দলের ফিনিশার হিসাবে খেলতে পারবেন কিনা সেটাই জানাচ্ছেন রবি শাস্ত্রী। তবে তাঁর যে সুযোগ পাওয়াটা খুব একটা সহজ নয়, সেই কথাও বলতে ভোলেননি তিনি।

ইএসপিএন ক্রিকইনফোতে রবি শাস্ত্রী এই প্রসঙ্গে জানিয়েছেন, “যে পরিমানে সামনে খেলা রয়েছে এবং সেখানে যদি বড়সড় চোট আঘাত থাকে, সেই জায়গায় দাঁড়িয়ে যেভাবে দীনেশ কার্তিক খেলছেন, তাতে তিনি সুযোগ পেতে পারেন।এবারের মরসুমে শুরুটা তিনি দুর্ধর্ষ করেছেন।

এমনভাবে চালিয়ে গেলে তাঁর জায়গা হতেই পারে। তাঁর অভিজ্ঞতা রয়েছে এবং তেমন শট খেলারও দক্ষতা রয়েছে। ভারতীয় দলে এবার মহেন্দ্র সিং ধোনি নেই। সেই জায়গায় একজন ভাল ফিনিশারের খোঁজ হতেই পারে।

কিন্তু এটাও দেখার যে দলে কতগুলো উইকেটকিপার রাখে টিম ম্যানেজমেন্ট। সেখানেই যদি কোনও ক্রিকেটারের চোট হয় তবে সেই জায়গায় কার্তিক আসতেই পারেন”।

গতবারের আইপিএলে সেভাবে নিজের ফর্ম দেখাতে পারেননি দীনেশ কার্তিক। তাঁকে ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছিল কলকাতা নাইট রাইডার্স । এবার তাঁকে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু তাদের দলে তুলে নিয়েছে।

আর সেখানেই ফিনিশার হিসাবে নিজেকে প্রমাণ করতে মরিয়া ছিলেন কার্তিক। সেটাই এবার করা শুরুও করেছেন তিনি। প্রথম ম্যাচ থেকেই চ্যালেঞ্জার্সদের ফিনিশারের ভূমিকায় রয়েছেন এই তারকা ক্রিকেটার। শেষ ম্যাচেও রাজস্থানের বিরুদ্ধে হারা ম্যাচ জিতিয়ে দিয়েছেন কার্তিক।

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *