টানা ৫ ম্যাচ হেরে ১ম জয়ের স্বাদ পেতে লখনউ বিপক্ষে মাঠে নামছে মুম্বাই, দেখেনিন ২ দলের একাদশ

আইপিএলে আজকের প্রথম ম্যাচে মুম্বাইয়ের ব্র্যাবোর্ন স্টেডিয়ামে মুখোমুখি হবে মুম্বাই ইন্ডিয়ান্স ও লখনউ সুপার জায়ান্টস।খেলাটি শুরু হবে বাংলাদেশ সময় বিকাল চারটায়।

চলতি আইপিএলে এখনও একটি ম্যাচে জিততে পারেনি মুম্বাই। প্লে অফে যেতে হলে ৯ ম্যাচের ৮টিতে জিততে হবে পাঁচবারের চ্যাম্পিয়নদের।

মুম্বাই ইন্ডিয়ান্স কি পারবে ফর্মে থাকা লখনউ সুপার জায়ান্টসকে হারিয়ে এবারের আইপিএলে জয়ের আনন্দে ভাসতে। অন্যদিকে বেশ ফুরফুরে মেজাজে আছে লখনউ।

কেননা হারের চেয়ে তাদের জয়ের পাল্লা ভারী। পাঁচ ম্যাচ খেলে তিন জয় ও দুই হারে ছয় পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের পাঁচ নম্বর স্থানে তারা।আর পাঁচ ম্যাচ খেলে পাঁচটিতেই হেরে টেবিলের একধম তলানিতে আছে রহিতের মুম্বাই ইন্ডিয়ান্স।

নিচে দেখে নেওয়া যাক দু’দলের সম্ভাব্য একাদশ:

মুম্বাই ইন্ডিয়ান্সের সম্ভাব্য একাদশ- ঈশান কিষাণ (উইকেটকিপার), রোহিত শর্মা (অধিনায়ক), ডেওয়াল্ড ব্রেভিস, সূর্যকুমার যাদব, তিলক বর্মা, কায়রন পোলার্ড, টিম ডেভিড বা টাইমাল মিলস, জয়দেব উনাদকাট, ময়াঙ্ক মার্কণ্ডে বা মুরুগান অশ্বিন, জসপ্রীত বুমরাহ, বেসিল থাম্পি বা ফ্যাবিয়ান অ্যালেন।

লখনউ সুপার জায়ান্টসের সম্ভাব্য একাদশ- লোকেশ রাহুল (অধিনায়ক), কুইন্টন ডি কক (উইকেটকিপার), মার্কাস স্টইনিস, দীপক হুডা, আয়ুষ বাদোনি, জেসন হোল্ডার, ক্রনাল পাণ্ডিয়া, কৃষ্ণাপ্পা গৌতম, দুষ্মন্ত চামিরা, আবেশ খান, রবি বিষ্ণোই।

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *