সিনেমার পর্দা হোক কিংবা সোশ্যাল মিডিয়া, সবখানেই খোলামেলা রূপে দেখা দেন বলিউড অভিনেত্রী মালাইকা আরোরা।
এজন্য তাকে অবশ্য ব্যাপক সমালোচনার শিকার হতে হয়। এবার অন্তর্বাস পরে পুলিশের সঙ্গে ছবি তুলে সমালোচনার মুখে পড়েছেন এই অভিনেত্রী।
সম্প্রতি জিমে যাওয়ার জন্য বাড়ি থেকে বের হন মালাইকা। বাড়ির সামনেই কর্তব্যরত এক ট্রাফিক পুলিশ তার সঙ্গে ছবি তোলার অনুরোধ করেন। মালাইকাও কোন আপত্তি না করে সেই পুলিশ সদস্যের সঙ্গে ছবি তোলেন।
তারকাদের ক্ষেত্রে এমন ঘটনা নতুন নয়। কিন্তু বিপত্তি বাঁধে মালাইকার পোশাকে। কারণ তখন তার পরনে ছিলো একটি স্পোর্টস অন্তর্বাস আর শর্ট প্যান্ট। এমন রূপে তাকে হরহামেশাই দেখা যায়।
তবে বাড়ির বাইরেও কেবল অন্তর্বাস পরে আসার কারণে নেটিজেনরা তার কড়া সমালোচনা করেছেন।
এদিকে মালাইকা ও পুলিশ সদস্যের ছবি তোলার সেই ঘটনাটি ছবি এবং ভিডিও আকারে নেট দুনিয়ায় ভাইরাল হয়েছে। এরপরই শুরু হয় ট্রোলিং।
কেউ লিখেছেন, নির্লজ্জ মহিলা! কেউ মন্তব্য করেছেন, বুড়ি আন্টি, চামড়ার শো-অফ। আবার কেউ লিখেছেন, তুমি আগে পোশাক পরা শেখো।
Leave a Reply