টলিউড থেকে বলিউডে বড় লাফ মারলেন মার কাটারি টলি কুইন ঋতুপর্ণা সাথে মিস ওয়ার্ল্ড প্রিয়াঙ্কা চোপড়া

টলিউড অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্ত এমন একজন শিল্পী যার অভিনয়ে বারবার মুগ্ধ হয়েছেন দর্শকরা। ইন্ডাস্ট্রিতে এত বছর কাটিয়ে ফেলার পরেও একটুও ফিকে হয়নি অভিনেত্রীর জাদু। অবশ্য শুধুমাত্র টলিউডেই নয়, ঋতুপর্ণা কাজ করেছেন বলিউডেও। জাতীয় স্তরেও তৈরি করেছেন নিজের পরিচয়।

টলিপাড়ার এই নামী অভিনেত্রী আপাতত ইন্দো-বাংলাদেশ যৌথ প্রযোজনায় তৈরি তাঁর আগামী ছবি ‘স্পর্শ’এর কাজে ব্যস্ত। দুই বাংলার নামী শিল্পীদের অভিনয় করতে দেখা যাবে এই ছবিতে। সম্পর্কের গল্প বলবে ঋতুপর্ণার আগামী ছবি। কলকাতায় সেই ছবির শ্যুটিং চলাকালীনই একটি নামী সংবাদমাধ্যমের কাছে নিজের আগামী বলিউড প্রোজেক্ট নিয়ে মুখ খোলেন অভিনেত্রী।

ঋতুপর্ণা যে বাংলার গর্ব একথা অস্বীকার করার কোনও উপায় নেই। শুধুমাত্র দেশেই নয়, বিদেশেও অনেক অনুরাগী রয়েছে তাঁর। বলিউড অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়াএবং তাঁর মা মধু চোপড়ার সঙ্গেও টলি সুন্দরীর দারুণ সম্পর্ক। এবার সেই প্রিয়াঙ্কার সঙ্গেই জুটি বাঁধলেন ঋতুপর্ণা।

বঙ্গ অভিনেত্রী সম্প্রতি লস অ্যাঞ্জেলস গিয়েছিলেন। ঋতুপর্ণা সেখানে গিয়েছেন শুনেই তাঁকে বাড়িতে আমন্ত্রণ জানান প্রিয়াঙ্কার মা মধু। অভিনেত্রী বলেন, ‘কাকিমা আমায় খুব স্নেহ করেন। আমি ওখানে আছি শুনেই বলেন, তুমি লস অ্যাঞ্জেলসে এসেছ, অবশ্যই আমাদের বাড়ি আসবে। ওনার আমন্ত্রণেই আমি একদিন নিক এবং প্রিয়াঙ্কার বাড়ি গিয়েছিলাম’।

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *