টলিউড অভিনেত্রী নুসরাত’কে দেখে প্রশংসায় পঞ্চমুখ হলেন মিকা সিং, তারপরই সোশ্যাল মিডিয়ায় শুরু হলো ট্রোলের বৃষ্টি!

২০২১ সালে পুজোর ঠিক আগেই মা হয়েছিলেন নুসরত। পুজোর সময়েই ছেলের ছবি শেয়ার করে চমকে দিয়েছিলেন তিনি। এক ফ্রেমে তিনি যশ ও ঈশানকে দেখে চলেছিল নানা চর্চা। বসিরহাটে পারফর্ম করতে গিয়েছিলেন সঙ্গীতশিল্পী মিকা সিং। তাঁকে দেখতে হাজির ছিল গোটা বসিরহাট। বসিরহাট আর সেখানে থাকবেন না সাংসদ নুসরত জাহান তা কী করে হয়?

মিকাকে স্বাগত জানাতে হাজির ছিলেন তিনিও। শুধু কি হাজির? করলেন নাচ, শিখলেন স্টেপ। সে সব দেখে মিকা কী বললেন জানেন? নুসরতকে নিয়ে প্রশংসায় পঞ্চমুখ মিকা সিং। নুসরতকে মঞ্চে ডেকে নিয়ে প্রথমেই তাঁর ঘোষণা, “প্রথম এমন এমপি (সাংসদ) দেখলাম যিনি এতটা ফিট।”

এরপরেই মিকা তাঁর এক বাংলা গানের সঙ্গে নুসরতকে নাচতে অনুরোধ করেন। নুসরত প্রথমটা খানিক ইতস্তত করলেও পরে আর না করেননি। দর্শকের উচ্ছ্বাস, করতালিতে সাংসদও নেচে উঠলেন, “ম্যাড, আই অ্যাম ম্যাড বেবি, তোর প্রেমে ম্যাড।” এতে যদিও কটাক্ষ করতে ছাড়েননি বিরোধীরা।

সাংসদের ‘কাজ’ নুসরতকে মনে করিয়ে দিয়েছেন তাঁরাও। যদিও নুসরত নিজেই মিকার সঙ্গে নাচের ভিডিয়ো প্রকাশ করেছেন ইনস্টাগ্রামে। লিখেছেন, “বসিরহাটের মানুষ আপনার গানে সত্যিই পাগল হয়ে গিয়েছিল মিকা সিং। অনেক ভালবাসা। আর বসিরহাটের সবাইকেও অনেক ভালবাসা”।

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *