টলিউডের এই সুন্দরী নায়িকা’কে দেখে অ্যাক্সিডেন্ট করে ফেলেন প্রসেনজিৎ! গোপন কথা ফাঁস করলেন বুম্বা দা!

বাংলা সিনে ইন্ডাস্ট্রিতে প্রসেনজিৎ চট্টোপাধ্যায় আজও সুপারস্টার। জনপ্রিয়তায় তার সামনাসামনি কেউই নেই। এত বছর পরেও একইরকম বিখ্যাত তিনি। যদিও এর মধ্যে অনেক বিতর্ক জুড়েছে তার সাথে। কিন্তু তবুও বাংলা ইন্ডাস্ট্রির কথা বললে তার নাম আসে সর্বাগ্রে।

সেই টলি সুপারস্টার সম্প্রতি এক সংবাদমাধ্যমের মুখোমুখি হয়েছিলেন কিছু প্রশ্নের জন্য। সেখানে তিনি উত্তর দিয়েছেন ইন্ডাস্ট্রিতে কোন নায়িকা তার পছন্দের, আবার কবে পর্দায় দেখা যাবে তাকে। স্ত্রীর সাথে দাম্পত্যের রসায়ন কেমন? এইসব প্রশ্নের উত্তর দিয়েছেন তিনি।

শুরুতেই Rapid ফায়ার রাউন্ডে তাকে জিজ্ঞাসা করা হয়, সেই ‘ইন্ডাস্ট্রি’ বিতর্ক নিয়ে। প্রসেনজিতের সোজা সাপটা উত্তর ‘আমি নই’। পরের প্রসঙ্গ ‘বাংলা ছবি’ নিয়ে। সেখানে তার বক্তব্য ‘সবসময় ছিল, আছে এবং থাকবে’। প্রেমের কথা উঠতেই এক সেকেন্ডের বিরতি নেন তিনি, এরপর আবেগী মেজাজে উত্তর দেন, ‘প্রেমিক হয়েই থাকতে চান তিনি’!

বুম্বাদার প্রিয় বলিউড অভিনেত্রীর কথা আসতেই তিনি শাহেনশাহর পত্নী জয়া ভাদুড়ির কথা বলেন। পরবর্তীতে রেখা, মাধুরী দীক্ষিত এবং কাজল, রানীদের নাম নেন তিনি। বর্তমানের অভিনেত্রীদের মধ্যে তার প্রিয় আলিয়া। এই প্রসঙ্গে তিনি বলেন, আলিয়ার কাজ দেখে তিনি এতটাই মুগ্ধ হয়েছিলেন যে, জিমে ওয়ার্কআউট করার সময় একটা গানের ভিডিও দেখতে দেখতে বুম্বাদা নাকি অ্যাক্সিডেন্ট করে ফেলেন!

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *