বলিউড, টলিউড তথা ভোজপুরি সিনেমার জনপ্রিয় অভিনেত্রী মোনালিসা। হিন্দি সিরিয়ালে চুটিয়ে কাজ করার পাশাপাশি টলিউডে দুপুর ঠাকুরপো সিরিজে তাঁর লাস্যময়ী আবেদনে কুপোকাত পুরুষেরা। তবে শুধু এইটুকুই নয়, অভিনয়ের পাশাপাশি তিনি খুব জনপ্রিয় সোশ্যাল মিডিয়াতে। তাঁর ছবি বা ভিডিও ভাইরাল হতে বেশি সময় নেয় না।
এদিন তিনি গোয়াতে গিয়ে বেশ কিছু ছবি ইনস্টাগ্রামে শেয়ার করেছেন। যেখানে সাদা বিছানায় কালো রাত পোশাকে আগুন ঝরাচ্ছেন মোনালিসা। আজ সকালে পুরুষদের মনে ‘আগুন’ ধরানোর জন্য এই ছবিগুলি একদম প্রস্তুত। কালো বিকিনি সুটে বিছানায় শুয়ে, বসে নানা ভঙ্গিমায় ছবি তুলেছেন কলকাতার মেয়ে অন্তরা বিশ্বাস।
https://www.instagram.com/p/CHRzWp8F8-8/?utm_source=ig_embed&ig_rid=09b30c07-e807-4800-b267-45ccb7e5c7e8
এখন তিনি গোয়াতে ছুটি কাটাচ্ছেন। সেই কোথাও ছবির ক্যাপশনে উল্লেখ করতে ভোলেননি মোনালিসা। শুধু যে ওয়েস্টার্ন পোশাকে তিনি কামাল দেখান এমনটা নয়, ট্র্যাডিশনাল পোশাকে তাঁর মোহময়ী লুকে পাগল হয়ে যায় ভক্তেরা। সাদা বিছানাতে এই কালো পোশাকে এতটাই হট এবং সেক্সি লাগছে মোনালিসাকে, তা ছবি ছাড়া ভাষায় বর্ণনা করা যাবে না। শুধু যে লুকে তিনি কামাল দেখান এমন নয়, তাঁর আদব-কায়দাতেও কুপোকাত হয়ে পড়েন অনুগামীরা।
Leave a Reply