জ্যাকেটের সব গুলো বুতাম খুলে দেখালেন ব;ক্ষ যুগল, ভাইরাল স্বস্তিকা দত্ত

বাংলা ধারাবাহিকের অধিকাংশ নারী প্রধান চরিত্রের অভিনেত্রীদেরই দেখা যায়, শাড়ি, শাখা-পলা-সিঁদুর পরা ঘরের বউ হিসেবে। কিন্তু সোশ্যাল মিডিওয়ায় দৌলতে তাঁদের বস্তুর রূপটি ফুটে ওঠে তাঁদের সামনে।

সোশ্যাল মিডিয়ায় দেখা যায় সম্পূর্ণ বিপরীত। স্বস্তিকা দত্ত এমন একজন অভিনেত্রী। ‘কি করে বলব তোমায়’ ধারাবাহিকে দর্শক তাঁকে দেখেছেন শাড়ি পরা ঘরের মেয়ের রূপে।

স্বস্তিকা দত্তহলেন একজন ভারতীয় বাংলা চলচ্চিত্র অভিনেত্রী। পারব না আমি ছাড়তে তোকে চলচ্চিত্রে বনি সেনগুপ্তের এবং কৌশানী মুখোপাধ্যায় বিপরীতে অভিনয়ের মাধ্যেমে চলচ্চিত্র জগতে প্রবেশ করেন ২০১৫ সালে।

রাজ চক্রবর্তী পরিচালিত এই চলচ্চিত্রটি বিরাট সাফল‍্য পায় দর্শক মহলে। কিন্তু সোশ্যাল মিডিয়ায় তিনি হট কেক।

তবে আগের ধারাবাহিকের চরিত্রায়ণের সঙ্গে কোনও রকম মিল থাকছে না। নতুন ধারাবাহিকেও নায়িকার চরিত্রে থাকছেন স্বস্তিকা। এই কারণে চুল ছোট করে কেটে ফেলেছেন তিনি।

বাইকরাইডিং-এর ট্রেনিং নিচ্ছেন। কিন্তু নায়কের চরিত্রে ক্রুশলকে দেখা যাবে না। নতুন কোনো অভিনেতা করবেন নায়কের চরিত্র। ঘরোয়া মেয়ে রাধিকাকে দর্শক আধুনিক চরিত্রে মেনে নেবেন কিনা তা নিয়ে চ্যানেল কর্তৃপক্ষ সন্দেহ প্রকাশ করলেও,

স্বস্তিকার আধুনিক ধরনে তোলা ছবিগুলি দেখে মনে হচ্ছে, রাধিকাকে ফিকে করে দিতে চলেছে তাঁর আগামী চরিত্র। উল্লেখ্য, খুব শীঘ্রই ‘কি করে বলব তোমায়’-এর স্লটে আসতে চলেছে ধারাবাহিকটির সিকোয়েল।

সম্প্রতি তিনি তার ইন্সটাগ্রামের হ্যান্ডেলে বোল্ড ছবি প্রকাশ করে দশর্কের আলোচনায় এসেছেন। ছবিতে দেখা যাচ্ছে স্বস্তিকা ডেনিম জ্যাকেট পরে রয়েছেন কিন্ত সব গুলো বুতাম খুলা থাকায় উন্মুক্ত হয়ে আছে ব;ক্ষ যুগল। তাতেই দর্শকদের ঘুম কেড়ে নেন স্বস্তিকা।

বাইকরাইডিং-এর ট্রেনিং নিচ্ছেন। কিন্তু নায়কের চরিত্রে ক্রুশল (Krushal Ahuja)-কে দেখা যাবে না। নতুন কোনো অভিনেতা করবেন নায়কের চরিত্র।

ঘরোয়া মেয়ে রাধিকাকে দর্শক আধুনিক চরিত্রে মেনে নেবেন কিনা তা নিয়ে চ্যানেল কর্তৃপক্ষ সন্দেহ প্রকাশ করলেও স্বস্তিকার আধুনিক ধরনে তোলা ছবিগুলি দেখে মনে হচ্ছে, রাধিকাকে ফিকে করে দিতে চলেছে তাঁর আগামী চরিত্র।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*