জেনে নিন কয়েকজন বলিউডের জনপ্রিয় তারকাদের ডাকনাম

তাঁদের নাম ভারত, এমনকি আমাদের বাংলাদেশসহ পৃথিবীর নানা দেশে ছড়িয়ে পড়েছে। এমনও দেখা যায়, নিজের সন্তানের নাম বলিউড তারকাদের নামের সঙ্গে মিলিয়ে রাখেন বাবা–মা।

যুগে যুগে বলিউড তারকাদের রূপ, হেয়ার স্টাইল থেকে শুরু করে তাঁদের চালচলন বিনোদনজগতের চর্চিত বিষয়। ভক্তরা অনুসরণ করেন তাঁদের। তবে দর্শন বা গুণবিচারে তাঁরা যতই না ব্যতিক্রম বা বিশেষ কিছু, এই তারকাদের ডাকনাম কিন্তু একেবারে আমজনতার মতো। জেনে নিন কয়েকজন জনপ্রিয় তারকার ডাকনাম।

১। বলিউডের অন্যতম ব্যস্ত অভিনেতা বরুণ ধাওয়ান। তাঁর অভিনয়, নাচের ভক্ত অনেকে। এই অভিনেতার আরেকটি নাম আছে, পরিবারের সদস্য ও বন্ধুরা তাঁকে ডাকে ‘পাপ্পু’ নামে।

২। এই মুহূর্তে বলিউডের সবচেয়ে সফল নায়িকার নামের প্রতিযোগিতায় আলিয়া ভাটের নাম এগিয়ে থাকবে। জেনে হয়তো আপনিও হাসবেন, এই তারকার ডাকনাম ‘আলু’। ছোটবেলায় বেশ গোলগাল চেহারা থাকায় আলিয়ার বন্ধুবান্ধব ও পরিবারের সদস্যরা তাঁকে ‘আলু’ বলেই ডাকে।ফেসবুক থেকে

৩।বাবার পরিচয়ে নন, সোনাক্ষী সিনহা বলিউডে নিজের একটা আলাদা পরিচিতি বানাতে সক্ষম হয়েছেন। আপনি কি জানেন, সোনাক্ষীর পরিবারের সদস্য এবং ঘনিষ্ঠরা তাঁকে ‘সোনা’ বলেই ডাকে।

৪। রণবীর কাপুরের ডাকনামটা একেবারেই অন্য রকম। রণবীরের মা নীতু কাপুর তাঁকে ‘রেমন্ড’ বলেই ডাকেন।
৫। মালাইকার নাচে মুগ্ধ দর্শক। মালাইকাকে তাঁর আপনজনেরা ‘মাল্লা’ বলেই ডেকে থাকেন।

৬। শিল্পা এক অনুষ্ঠানে নিজেই জানিয়েছেন, তাঁর ডাকনাম ‘মুঙ্কি’। তবে শিল্পার মা তাঁকে ভালোবেসে ডাকেন ‘বাবুচা’।
৭। বাড়িতে তাঁকে সবাই ‘রাজু’ বলে ডাকেন। আর কাজল ডাকেন ‘জে’ বলে।

৮। বাড়িতে সবার কাছে হৃতিক রোশন আদরের ‘ডুগ্গু’।
৯। কারিশমার মা মেয়ে ডাকনাম রেখেছিলেন ‘লোলো’।

১০। পরিণীতি চোপড়ার ডাকনাম ‘তিশা’
১১। তিন–তিনটা ডাকনাম প্রিয়াঙ্কার। মা–বাবা নাম দিয়েছিলেন ‘মিমি’। স্কুলে সহপাঠীরা তাঁকে ডাকত ‘সানশাইন’ বলে। বলিউডে তাঁর নতুন নামকরণ হয় ‘পিগি চপস’।

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *