খুব অল্প বয়সে নামজাদা নায়িকা হওয়ার স্বপ্ন বুকে নিয়ে ছোট শহর বর্ধমান থেকে স্বপ্নের শহর কলকাতায় পা রেখেছিলেন তিনি। ‘পিতৃভূমি’ ছবি থেকেই শুরু টলি পাড়ায় যাতায়াত। সময়ে সময়ে ‘হার্টথ্রব’ থেকে হয়ে উঠেছেন সবথেকে বেশি পারিশ্রমিক নেওয়া বাংলা অভিনেত্রী। কথা হচ্ছে শুভশ্রী গঙ্গোপাধ্যায়ের।
বর্তমানে তিনি টলিউডের বিখ্যাত পরিচালক রাজ চক্রবর্তীর ঘরণী। কমার্শিয়াল ছবির নায়িকা থেকে তিনি এখন ‘পরিণীতা’। বাণিজ্যিক ছবির নায়িকা থেকে নানা গবেষণামূলক চরিত্রে অভিনয় করে তিনি মন জয় করেছেন দর্শকদের। তবে শুধু অভিনয় নয়, স্বামী ছেলেকে নিয়ে চুটিয়ে সংসারও করেছেন অভিনেত্রী।
রাজ-শুভশ্রীর দাম্পত্য ইতিমধ্যে বহুল প্রচারিত।অভিনেত্রী জানান যে তার সবথেকে প্রিয় নৃত্যশিল্পী হলেন শ্রীদেবী এবং মাধুরী দীক্ষিত। এছাড়াও অভিনেত্রী তার প্রিয় নায়কের বিষয়ে বলতে গিয়ে শাহরুখ খানের নাম নেন। এছাড়াও জীবনের ভুল প্রসঙ্গে বলেন,
“জীবনে প্রচুর ভুল করেছি। আমি মনে করি জীবনে ভুল করাটা খুবই গুরুত্বপূর্ণ। তবে সেসব ভুল নিয়ে কোনো হতাশা নেই। কারণ এইসব ভুল থেকে অনেক শিখেছি আমি। শুধরাতে কিছু চাইনা। অতীত অতীতই হয়।” এছাড়াও নিজের প্রসঙ্গে বলতে গিয়ে তিনি বলেন, “আমি একজন নারী, আমি একজন মা”।