জীবনটাকে উপভোগ করার জন্য নিজের ডিম্বাণু সংরক্ষণ করলেন কাজলের বোন

চার বছর আগে ডিম্বাণু সংরক্ষিত রেখেছিলেন অভিনেত্রী কাজলের (kajol) বোন তনিশা মুখোপাধ‍্যায় (tanisha mukerji)। ইচ্ছা ছিল সঠিক সময়ে সন্তান ধারন করবেন। কিন্তু এখন আর সে ইচ্ছা নেই।

সম্প্রতি এক সাক্ষাৎকারে এমনি বিষ্ফোরক তথ‍্য দেন তনিশা। চার বছর পর এসে এই ঘটনা ফাঁস করলেন তিনি।

তনিশা জানান, ৩৩ বছর বয়সেই ডিম্বাণু সংরক্ষণ করতে চেয়েছিলেন তনিশা। তবে তখন চিকিৎসক বলেছিলেন এখনি এমন কাজ করার দরকার নেই। কারণ তখন তিনি প্রাকৃতিক উপায়েই সন্তান নিতে পারতেন।

তাই চিকিৎসক তনিশাকে পরামর্শ দিয়েছিলেন যখন তাঁর মনে হবে সন্তান ধারনের এটাই উপযুক্ত সময় কিন্তু তখন প্রাকৃতিক উপায়ে আর তা করা যাবে না তখনি তিনি ডিম্বাণু সংরক্ষণ করতে পারেন।

সেই মতো ৩৯ বছর বয়সে ডিম্বাণু সংরক্ষণ করেছিলেন তনিশা। এখন তাঁর বয়স ৪৩। কিন্তু এখন আর সন্তান ধারন করতে চান না তনিশা। বিয়ে তো দূর প্রেম করারও পক্ষপাতী নন তিনি।

তাঁর কথায়, মহিলারা শুধু সন্তান ধারনের জন‍্য নন। আর মা হতে মহিলার যে পুরুষকে লাগবেই তারও কোনো মানে নেই। সন্তান দত্তক নিয়েও মা হওয়া যায়। বরং এটাকেই মা হওয়ার শ্রেষ্ঠ উপায় বলেও মনে করেন তনিশা।


প্রসঙ্গত, ফিল্মি পরিবারে জন্ম হলেও অভিনয় জগতে নিজের জায়গা পাকা করতে পারেননি তনিশা। মা তনুজা, দুই বোন কাজল ও রানি বলিউডের নামী অভিনেত্রী হলেও তনিশাকে অভিনেত্রী হিসেবে খুব কম মানুষই চেনেন।

বরং কাজল ও রানির বোন হিসেবেই বলিউডে পরিচিত তনিশা। কাজের পরিসরেও মা ও বোনদের সঙ্গে তুলনা করা হয়েছে তাঁর। কয়েকটি বিজ্ঞাপন ও সিরিজে অভিনয় করেছেন তনিশা। এছাড়াও নীল অ্যান্ড নিকি এবং রাম গোপাল ভার্মার সরকার ছবিতে দেখা গিয়েছে তাঁকে।

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *