দুদিন আগে থেকে শুরু হয়েছে জি বাংলার নতুন ধারাবাহিক নিম ফুলের মধু। এক মাস আগে থেকেই এই ধারাবাহিক নিয়ে দর্শকদের মধ্যে চর্চা শুরু হয়ে গিয়েছিল। অবশেষে ১৪ ই নভেম্বর ধারাবাহিকের প্রথম সম্প্রচার হল। মিঠাইকে সরিয়ে দেওয়াতে প্রথম থেকেই এই ধারাবাহিকের উপর মিঠাই ভক্তদের রাগ তো ছিলই। এবার ধারাবাহিকের প্রথম পর্ব দেখেই দর্শকদের রাগ সপ্তমে চড়লো।
প্রথম দিনের প্রথম এপিসোড কেমন লাগল দর্শকদের? পল্লবী শর্মা এবং রুবেল দাসের নতুন এই সিরিয়াল কতটা দাগ কাটতে পেরেছে দর্শকদের মনে? চ্যানেলের তরফ থেকে শেয়ার করা নিম ফুলের মধুর এক ঝলকের একটি ভিডিওর কমেন্ট বক্সেই ধরা পড়েছে দর্শকদের প্রতিক্রিয়া। তারা জানাচ্ছেন প্রথম পর্বের এপিসোড তাদের ভীষণ হতাশ করেছে।
ধারাবাহিকের প্রথম এপিসোডে দেখানো হয়েছে নায়িকা পর্ণার মা পর্ণাকে আমেরিকানিবাসী একটি ছেলের সঙ্গে বিয়ে দিতে চান। তবে পর্ণা তাকে বিয়ে করতে চায় না। তার ইচ্ছে সে একটি জয়েন্ট ফ্যামিলিতে বিয়ে করবে এবং কলকাতা শহরের মধ্যেই বিয়ে করবে। মায়ের দেখা পাত্রের সঙ্গে গাড়িতে করে কলকাতা ভ্রমণে গিয়ে মাঝপথে গাড়ি থামিয়ে ছুটে পালিয়ে গঙ্গার ঘাটে বন্ধুদের মাঝে গিয়ে বসে পর্ণা।