সোশ্যাল মিডিয়ায় একে অপরের সঙ্গে কথা বললেন টলিউড ও বলিউডের দুই সুপারস্টার জিত এবং অক্ষয় কুমার। শুধু কথা নয় অক্ষয় কুমার ধন্যবাদ জানালেন জিত কে। ব্যাপারটা কি?
সবসময়ই একটু অন্যভাবে ভাবার চেষ্টা করেন অভিনেতা জিত। পরিবারের পর তার কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ হল কাজ।
তাই একজন কাজ প্রেমী মানুষ আরেকজন কাজ প্রেমী মানুষ কে শুভেচ্ছা জানালেন সোশ্যাল মিডিয়ায়।
সিনেমা হলে মুক্তি পাচ্ছে অক্ষয় কুমার অভিনীত বেল বটম, তাই শুধুমাত্র এই ছবির জন্য অক্ষয় কুমার কে উদ্দেশ্য করে এক বিশেষ সাজে দেখা গেল জিত কে।
বেল বটম প্যান্ট এবং তার সঙ্গে মানানসই জাকেট ও সানগ্লাস পড়ে সোশ্যাল মিডিয়ায় ছবি পোস্ট করলেন জিত এবং এমন অভিনব উপায়ে অক্ষয় কুমারকে শুভেচ্ছা বার্তা পৌঁছে দিলেন।
জিতের এই পোস্ট দেখে ধন্যবাদ জানালেন অক্ষয় কুমার, আবার অক্ষয় কুমারকে ভালোবাসা পাঠালেন জিত। অক্ষয় কুমারের হাত ধরে বলিউডে এতদিনে মুক্তি পাচ্ছে হিন্দি ছবি।
রঞ্জিত এম তিওয়ারি পরিচালিত বেল বটম ছবির মাধ্যমে আবারও বলিউডে সিনেমা হলে প্রবেশ ঘটতে চলেছে দর্শকদের।
তাই এই ছবি এবং এমন একটি দিন সত্যিই খুব গুরুত্বপূর্ণ এন্টারটেইনমেন্ট ইন্ডাস্ট্রির জন্য। বলিউড হোক বা টলিউড সিনেমা নিয়ে দুশ্চিন্তায় রয়েছেন পরিচালক এবং প্রযোজকেরা।
টলিউডেও মুক্তি পাচ্ছে বেশকিছু সিনেমা। তবে জিতের ছবি বাজি এখনো মুক্তির অপেক্ষায়।
ঈদে মুক্তি পাওয়ার কথা থাকলেও করোনার কারণে মুক্তি পিছিয়ে দিতে হয়। তাই সিনেমা ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তা বাড়ছে, তবে এমন সময়ে অক্ষয় কুমারের এই সাহসিকতায় দারুণ খুশি জিত।
Leave a Reply